সীতাকুণ্ডে ‘মব’ সৃষ্টি করে সাংবাদিককে মারধর

মারধরের শিকার হওয়া সাংবাদিক লিটন কুমার চৌধুরী
চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘মব’ সৃষ্টি করে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় ওই সাংবাদিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার রাতে সীতাকুণ্ড পৌর সদরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।আহত সাংবাদিকের নাম লিটন কুমার চৌধুরী। তিনি দৈনিক জনকণ্ঠের সীতাকুণ্ড প্রতিনিধি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক।
জানা যায়, সীতাকুন্ডে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন লিটন কুমার। এ সময় হঠাৎ কয়েকজন যুবক এসে নানা রকম বাজে মন্তব্য করেন এবং তাকে মারধর করতে থাকেন।
এদিকে সাংবাদিক লিটন কুমার চৌধুরীর ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন যুবক লিটন কুমার চৌধুরীকে ঘিরে মারধর করছেন। এ সময় তাকে আওয়ামী লীগের দালাল, মিথ্যা নিউজ ছড়ানোর হোতা বলে গালিগালাজ করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, হামলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: