২১ ওভারেই শেষ এশিয়া কাপ ফাইনাল, ৮ম শিরোপা জিতলো ভারত
এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে নিয়ে ছেলেখেলা করলো ভারত। এ যেন পাড়ার ক্রিকেট। দুদলের মোট বরাদ্দ ১০০ ওভার। সেখানে মাত্র ২১ ওভারেই শেষ ম্যাচ। ৬ ওভারেই জিতে গেল ভারত। শ্রীলঙ্কা ১৫.২ ওভারে ৫০ রানে ১০ উইকেট শেষ হয়। জবাবে বিনা উইকেটে ভারত ৫১ রান ছুঁয়ে ফেলে মাত্র ৬ ওভারে। আর এতেই ৮ম শিরোপা জিতে নিলো রোহিত শর্মারা।
রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৪
সিরাজের গতিতে পথ হারিয়ে পঞ্চাশেই গুটিয়ে গেল শ্রীলঙ্কা
এশিয়া কাপের ফাইনালে এ কোন চেহারা শ্রীলঙ্কার! পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়ে দেওয়া লঙ্কানদের আজ বিধ্বস্ত রূপ দেখা গেল। ক্রিজে নেমেই ধুকতে থাকা শ্রীলঙ্কা অলআউট হয়েছে ৫০ রানেই! ওয়ানডে ক্রিকেটে ৫০ ওভারের মধ্যে মাত্র ১৫.২ ওভার ব্যাটি করেছে শানাকার দল।
রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫১
এশিয়া কাপ ফাইনাল: স্রোতের মতো উইকেট হারাচ্ছে শ্রীলঙ্কা
এশিয়া কাপের ফাইনালে ক্রিজে নেমেই ধুকছে শ্রীলঙ্কা। নির্ধারিত সময়ে টস হলেও বৃষ্টিতে খেলা শুরু হতে কিছুটা দেরি হয়। টসে জিতে ব্যাটিং করতে নেমে নাভিশ্বাস উঠেছে লঙ্কান ব্যাটারদের।
রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫১
টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেলো শ্রীলঙ্কা
এশিয়া কাপের ফাইনালে বৃষ্টির সম্ভাবনা আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদফতর। নির্ধারিত সময়ে টস হলেও বৃষ্টিতে খেলা শুরু হতে কিছুটা দেরি হয়। টসে জিতে ব্যাটিং করতে নেমে জাসপ্রিত বুমরাহর আঘাতে এক উইকেট হারায় শ্রীলঙ্কা।
রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০২
ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলংকা
এশিয়া কাপে ফাইনালে টসে জিতে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে শ্রীলংকা। তবে টসের পরেই হানা দিয়েছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হানা দিয়েছে বৃষ্টি। বল গড়ায়নি মাঠে। সপ্তম শিরোপার লক্ষ্যে প্রস্তুত শ্রীলংকান ব্যাটসম্যানরা।
রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪৭
ফাইনালে ভারত-শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ
নানান টানাপোড়ন পেরিয়ে গত ৩১ আগস্ট মাঠে গড়ায় মহাদেশীয় দেশগুলোর শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপের ১৬তম আসর। সময়ের পরিক্রমায় পর্দা নামার দ্বারপ্রান্তে ছয় জাতির এই টুর্নামেন্ট।
রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৩:২৪
এশিয়া কাপের ফাইনালে ‘দুঃসংবাদ’
এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) হচ্ছে ভারত-শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসায় শিরোপা জয়ের উল্লাসে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় মাঠে নামবে দল দুটি।
রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৭
এশিয়া কাপের ফাইনাল আজ: মুখোমুখি হবে দুই সেরা ভারত ও শ্রীলংকা
অল সেট ফর গ্র্যান্ড ফাইনাল। এশিয়া কাপে হাইভোল্টেইজ ফাইনালে আজ মুখোমুখি হবে, টুর্নামেন্টের দুই সেরা দল ভারত ও শ্রীলংকা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচ। ব্যাটে-বলের লড়াইয়ে দারুণ উত্তাপ ছড়াচ্ছে এই ফাইনাল। বৃষ্টির শঙ্কা থাকায় ফাইনালে রাখা হয়েছে রির্জাভ ডে।
রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:২৭
ভারতকে হারিয়ে রাতে দেশে ফিরল টাইগাররা
এশিয়া কাপের ১৬তম আসরে প্রায় ২১ দিনের মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচের পরপরই রাতেই টিম বাংলাদেশে হোটেল ত্যাগ করে।
শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৩:১৭
বাংলাদেশের কাছে হেরে যা বললেন রোহিত শর্মা
এশিয়া কাপে সুপার ফোর-এ বাংলাদেশের বিপক্ষে ২৬৫ রানের জবাবে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত হেরে যায় ৬ রানে। টুর্নামেন্টের ১৬তম আসরের ১২তম ম্যাচ ছিলো।
শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:২০
বিশ্বকাপের জন্য আমরা খুব ভালো দল পেয়েছি: সাকিব
এশিয়া কাপে সুপার ফোরের শ্বাসরুদ্ধকর ম্যাচে ম্যাচে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) শক্তিশালী ভারতকে ৬ রানে হারায় বাংলাদেশ। আর খেলা শেষে অধিনায়ক সাকিব আল হাসান বলেন, আমি মনে করি আমরা খুব ভালো দল পেয়েছি বিশ্বকাপের জন্য।
শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:১০
শেষ ওভারের উত্তেজনায় ভারতকে হারালো বাংলাদেশ
শেষ ওভারে ভারতকে ৬ রানে হারালো বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান ও অভিষিক্ত তানজিম হাসান সাকিবের অলরাউন্ড নৈপুন্যে ভারতকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর-এ একমাত্র জয় পেলো বাংলাদেশ।
শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩১
অভিষেক ম্যাচের দ্বিতীয় বলেই সাফল্য তানজিম সাকিবের
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে প্রথম ওভারের দ্বিতীয় বলেই সাফল্য তানজিম হাসান সাকিবের। ভারতীয় তারকা ওপেনার ও অধিনায়ক রোহিত শর্মাকে আউট করেন তরুণ এই বোলার।
শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৭
ভারতের বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের
শুরুতে উইকেট হারিয়ে ধুকতে থাকা, এরপর মিডল অর্ডারের ব্যাটে মোটামুটি কিছু রান তোলা তারপর শেষ দিকের ব্যাটারদের আসা যাওয়ার মিছিল। পুরো এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটিংয়ের চিত্র ছিল এমনই। তবে ভারতের বিপক্ষে দেখা গেল ব্যতিক্রম। এদিন শুরুতে বিপর্যয়ে পড়ার পর মাঝখানে সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয় দারুণ জুটিতে দলকে এগিয়ে দেন।
শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২৪
ব্যাটিং বিপর্যয় কাটিয়ে সাকিব-হৃদয়ের শতরানের পার্টনারশিপ
ভারতের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশে সাকিব ও তাওহীদ হৃদয়ের শতরানের পার্টনারশিপ শতরানের জুটি গড়েছে। সেই সঙ্গে দলীয় স্কোর টেনে নিয়ে গেছে দেড়শ রানের বেশি।
শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৪
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
এশিয়া কাপ থেকে আগেই বিদায় নিয়েছে বাংলাদেশ। সুপার ফোরের নিয়মরক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।
শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৩