ভুয়া বলায় দর্শক পেটাতে গেলেন মাহমুদউল্লাহ (ভিডিও)
এবার দর্শকের উপর খেপলেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের অলিখিত ফাইনালে আবাহনী-মোহামেডান ম্যাচে মেজাজ হারিয়ে দর্শক পেটাতে গ্যালাতি চলে যান মাহমুদউল্লাহ।
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৭:০২
প্রথম দিনেই বাংলাদেশকে নাচাতে শুরু করেছে জিম্বাবুয়ে
ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা বাংলাদেশ দলকে চাঙ্গা করতে আনা হয়েছে জিম্বাবুয়ে দলকে। কিন্তু সিলেট টেস্টের প্রথম দিনেই দেখা গেছে ভিন্ন চিত্র। বৃষ্টির চোখরাঙানি ও আলো স্বল্পতায় খেলা আগেভাগেই থামলেও, মাঠের পারফরম্যান্সে সফরকারী জিম্বাবুয়েই দিনশেষে এগিয়ে। ব্যাটে-বলে নাকানি-চুবানি খেয়েছে স্বাগতিকরা।
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১৮:২৮
সেঞ্চুরির হাফসেঞ্চুরি করে ইতিহাস গড়লেন এনামুল
বাংলাদেশের ক্রিকেটে কোনো ক্রিকেটার পঞ্চাশটি সেঞ্চুরি করেছেন- এমন কারো নাম লিখতে গেলে আগে পাওয়া যেতো না। কিন্তু আজ থেকে সেই বন্ধ্যাত্ব ঘুচলো। ৫০টি সেঞ্চুরি করেছেন বাংলাদেশের একজন ক্রিকেটার। সেটি শুধু আন্তর্জাতিক ক্রিকেটে নয়, ঘরোয়া ও আন্তর্জাতিক সব মিলিয়ে। তিনি টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়। দেশের প্রথম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১৮:১৮
জিম্বাবুয়ের বিরুদ্ধে দুশো রানের আগেই অলআউট বাংলাদেশ!
ঘরের মাঠে প্রতিপক্ষ জিম্বাবুয়ে। তাও ব্যাটিংয়ের সেই দৈন্যদশা ফুটে উঠলো স্পষ্টভাবে। দুশো রানের আগেই সবকটি উইকেট হারিয়েছে টাইগাররা। রোডেশিয়ানদের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ১৯১ রানেই অলআউট নাজমুল হোসেন শান্তর দল।
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১৭:১৪
বেঁচে ফিরে তামিম জানালেন, এই কথাটি আমরা বারবার ভুলে যাই
সব উৎকণ্ঠা পেরিয়ে সুস্থ হয়ে উঠেছেন দেশসেরা ওপেনার তামিম। আজ সুস্থ হয়ে তামিম স্ট্যাটাস দিয়েছেন। লিখেছেন নিজের অভিজ্ঞতার কথা। মঙ্গলবার (২৫ মার্চ) নিজের ভেরিফায়েড পেইজে তামিম লিখেছেন, দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেননি।
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১৬:২০
২৫ বছরের অপেক্ষা নিউজিল্যান্ডের, টস হারলো ভারত
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল মাঠে গড়িয়েছে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসের ভাগ্য পরীক্ষায় হারলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। নিউজিল্যান্ড টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। এই ম্যাচে ২৫ বছর আগের ইতিহাস বারবার সামনে আসছে।
রবিবার, ৯ মার্চ ২০২৫, ১৫:০৯
অজু ছাড়া মুশফিক ব্যাট-বলও ধরেন না, জানালেন স্ত্রী মন্ডি
ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। বুধবার (৫ মার্চ) রাতে ফেসবুকে এক পোস্ট করে অবসর গ্রহণের সিদ্ধান্ত জানান ৩৭ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার। তার বিদায়ে আবেগি বার্তা দিয়েছেন স্ত্রী জান্নাতুল কেফায়েত মন্ডি। জানিয়েছেন অজু ছাড়া ব্যাট-বল ধরেন না মুশফিক।
বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ১৭:০৮
বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, জয়হীন বাংলাদেশ ও পাকিস্তান
শিরোপা জয়ের আষাড়ে গল্প শুনিয়ে দেশ ছেড়েছিল শান্ত বাহিনী। সেখানে শিরোপা তো দূরের কথা। একটি ম্যাচে জিততেও পারলো না বাংলাদেশ। জয়হীন চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করলো বাংলাদেশ। সাথে পাকিস্তানও কোনো জয় পায়নি। একটি পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে আসর শেষ করলো টাইগাররা।
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২২
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মাহমুদউল্লাহ
হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করা বাংলাদেশের আজ টিকে থাকার লড়াই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাঁচামরার ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। অন্যদিকে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। ফলে আগে ব্যাটিং করবেন শান্তরা।
সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৬
বাঁচা মরার ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান
দুই চিরপ্রতিদ্বন্দ্বীর রোমাঞ্চকর দ্বৈরথ টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচটি শুরু হবে হচ্ছে বিকাল ৩ টায়।
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০১
মিডলঅর্ডারে বাংলাদেশ অমূল্য এক সম্পদ পেয়েছে, হৃদয়কে নিয়ে রমিজ
৩৫ রানে নেই ৫ উইকেট। সেই রান দুশো পার হলো যার ব্যাটিংয়ের কল্যাণে, তিনি তাওহীদ হৃদয়। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করে নিজের নামে একটি মুকুট যোগ করেছেন। আর এতে করে তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন পাকিস্তানের সাবেক ওপেনার রমিজ রাজা। তিনি বলেছেন, ‘মিডলঅর্ডারে বাংলাদেশ অমূল্য এক সম্পদ পেয়েছে।’
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১০
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, রিয়াদ-নাহিদ নেই একাদশে
সাকিব-তামিম বিহীন বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু হচ্ছে আজ। ভারতের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে টস জিতেছেন নাজমুল হোসেন শান্ত। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বিকাল তিনটায় শুরু হতে যাওয়া ম্যাচে শান্ত ব্যাটিং বেছে নেওয়ায় আগে ফিল্ডিং করবেন রোহিত শর্মারা।
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৪
ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে টাইগার শিবিরে হঠাৎ হাজির তামিম!
একটু পরই চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে ম্যাচের আগেই হঠাৎ টাইগার শিবিরে দেখা মিললো তামিম ইকবালের। ছবি দেখে মনে হতে পারে, তামিম ইকবাল চ্যাম্পিয়নস ট্রফির দলে আছেন। বিষয়টা মোটেও তেমন নয়। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শান্তবাহিনীর সঙ্গে নৈশভোজে অংশ নেন সাবেক এই অধিনায়ক।
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৮
চ্যাম্পিয়ন বরিশালের সবাই আইফোন ১৬ উপহার পাচ্ছেন
ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে, তাই উচ্ছ্বাসের মাত্রা একটু বেশি হওয়াটাই স্বাভাবিক। রুদ্ধশ্বাস ফাইনালে চিটাগং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। ঢাকা গ্ল্যাডিয়েটর্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর মাত্র ৩য় দল হিসেবে বিপিএলে টানা দুইবার শিরোপা জিতলো তামিমের দল। এই উপলক্ষে দলের সবাই পেয়েছেন দামি উপহার।
শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৩
জ্বলে উঠলো চিটাগং, বরিশালের সামনে বড় টার্গেট
বিপিএলে দ্বিতীয় শিরোপার সামনে বরিশাল। আর প্রথম সুযোগ চট্টগ্রামের। দুদলের ফাইনালে আগে ব্যাটিং করে ১৯৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে চিটাগং। শিরোপা জিততে বরিশালের দরকার ১৯৫ রান।
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫২
ফাইনালে টস জিতে বোলিংয়ে বরিশাল
মিরপুরের বিপিএলের ফাইনালে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে ফরচুন বরিশাল। কিউই ক্রিকেটার জিমি নিশাম ফাইনালের আগে দলের সাথে যোগ দিলেও খেলছেন এই ম্যাচে। আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে তারা।
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪০