• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

খেলতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় ৪ ক্রিকেটার

প্রকাশিত: ১৪:১১, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৪:২৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
খেলতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় ৪ ক্রিকেটার

টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছিলো দল। পথিমধ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ ভারতীয় ক্রিকেটার। ভারতের অমরাবতী জেলায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রবিবার (১৮ ফেব্রুয়ারি)। মিনিবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তাদের মৃত্যু হয়। 

এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাসে থাকা বাকি ক্রিকেটারেরাও। তাদের স্থানীয় তালুকা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে দুর্ঘটনাকবলিত ট্রাকের চালককে।

       আরও পড়ুন:

ভারতীয় গণমাধ্যম বলছে, টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে তরুণ ক্রিকেটাররা বাসে করে ভারতের যাবতমাল যাচ্ছিলেন। সকাল সাতটার দিকে বাসটি  ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এরপরই ঘটনাস্থলে প্রাণ হারান চার ক্রিকেটার।

ভয়াবহ এ দুর্ঘটনায় প্রাণ হারানো ক্রিকেটাররা হলেন- শ্রীহরি রাউত, জুশ বাহালে, সুইয়াশ আম্বারতে ও সন্দেশ পাদার। এছাড়া গুরুতর আহত হয়েছেন ক্রিকেটার প্রজ্জ্বল বৌছে, লৌকিক পায়মাসে, ময়ূর নাগপুরে, মঙ্গেশ পান্ডে ও হরিশ ধাগে। 

বিভি/এজেড

মন্তব্য করুন: