• NEWS PORTAL

  • শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জয়ের জন্য বাংলাদেশকে গড়তে হবে বিশ্ব রেকর্ড

প্রকাশিত: ১১:৪৬, ২ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
জয়ের জন্য বাংলাদেশকে গড়তে হবে বিশ্ব রেকর্ড

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টে জয়ের জন্য বাংলাদেশকে ৫১১ টার্গেট দিয়েছে সফরকারি শ্রীলঙ্কা। চতুর্থ দিনে বাংলাদেশের বিপক্ষে ৪৫৫ রানে এগিয়ে থেকে খেলা শুরু করে লঙ্কানরা। এরপর স্কোরবোর্ডে মাত্র ৪৫ রান যোগ করে এবং ১ উইকেট হারিয়ে ১৫৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিততে হলে বাংলাদেশকে গড়তে হবে বিশ্ব রেকর্ড। 

এর আগে ৩৯ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শেষ করেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। মঙ্গলবার (২ মার্চ) সকালে তাকে বোল্ড করে প্যাভিলিয়নে সাকিব আল হাসান। যদিও আউট হওয়ার আগে অর্ধশতক হাঁকান ম্যাথিউস। 

এর আগে ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ইনিংসে ১৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ। সুযোগ থাকার পর স্বাগতিকদের ফলোঅন করায়নি সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চট্টগ্রাম টেস্টটি বাংলাদেশের নাগালের বাইরে নিয়ে গেছে শ্রীলঙ্কা।চট্টগ্রাম টেস্ট জিততে বাংলাদেশকে গড়তে হবে বিশ্ব রেকর্ড। কারণ এত রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ড নেই কারও।

বাংলাদেশের হয়ে এই ইনিংসে সবচেয়ে সফল বোলার ছিলেন পেসার হাসান মাহমুদ। তিনি শিকার করেছেন ৪ উইকেট।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: