ম্যাচ চলাকালীনই দেশে ফিরে গেলেন লঙ্কান ক্রিকেটার
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলছে শ্রীলঙ্কা। যদিও এ ম্যাচের একাদশে আছেন দিনেশ চান্দিমাল। তবুও খেলার মাঝপথেই দেশ ত্যাগ করেছেন তিনি। লঙ্কান দলের পক্ষ থেকেই মূলত জানানো হয়েছে এই কথা। জানা গেছে, পারিবারিক কারণে চট্টগ্রাম টেস্ট শেষ না করেই দেশ ফিরেছেন তিনি।
এ ম্যাচের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেন চান্দিমাল। ১০৪ বলে করেন ৫৯ রান। আর দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ৭ বলে ৯ রান। তবে অভিজ্ঞ এই ব্যাটারকে ছাড়াই বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে খেলবে শ্রীলঙ্কা।
লঙ্কান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট, তার সতীর্থ এবং কোচিং স্টাফের সদস্যরা এ সময়ে দীনেশ চান্দিমালকে পূর্ণ সমর্থন দিচ্ছে। তার এবং তার পরিবারের গোপনীয়তাকে সম্মান করতে অনুরোধ করছে।’
বিভি/টিটি
মন্তব্য করুন: