• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

প্রত্যাশা অনুযায়ী ফল পায়নি বাংলাদেশ: তাসকিন 

প্রকাশিত: ১৮:৫৯, ২৮ জুন ২০২৪

ফন্ট সাইজ
প্রত্যাশা অনুযায়ী ফল পায়নি বাংলাদেশ: তাসকিন 

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষে সকালেই দেশেই ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ২৮ জুন (শুক্রবার) সকাল নয়টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন টাইগাররা। এরপর বিমানবন্দরে নেমে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। সেখানেই জানিয়েছেন প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় নিজের হতাশার কথা।

তাসকিন বলেন, ‘আমরা তো মাইনাসেই আছি। প্লাস করতে হবে। প্রথমবার আমরা সুপার এইট খেললাম, পজিটিভ দিক আছে, আবার নেগেটিভ দিকও আছে। নেতিবাচক দিকটাই বেশি। প্রত্যাশা না মেটানোতে সবাই হতাশ। প্রত্যাশা অনুযায়ী আমরা ফল পাইনি। তাই আমরাও সবমিলিয়ে হতাশ।’

পুরো বিশ্বকাপ জুড়েই হতাশ করেছে বাংলাদেশ টপ অর্ডার ব্যাটার। যার খেসারতও দিতে হয়েছে নাজমুল হোসেন শান্তর দলকে। যে কারণে শুরুর দিকে ব্যাটাররা ভালো করতে না পারায় তার প্রভাব পড়েছে মিডল অর্ডারেও। যার কারণে বোলিং ইউনিট দুর্দান্ত পারফর্ম করলেও প্রত্যাশা অনুযায়ী ফল পায়নি বাংলাদেশ। শুধু বিশ্বকাপেই নয়, এই টুর্নামেন্ট শুরুর আগে যুক্তরাষ্ট্র সিরিজ কিংবা তার আগে দেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজেও তেমন কিছুই করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2