• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

চট্টগ্রামেও ব্যাটিং ব্যর্থতা, হারে শুরু টাইগারদের টি-টোয়েন্টি সিরিজ

প্রকাশিত: ২২:১০, ২৭ অক্টোবর ২০২৫

আপডেট: ২২:২৭, ২৭ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
চট্টগ্রামেও ব্যাটিং ব্যর্থতা, হারে শুরু টাইগারদের টি-টোয়েন্টি সিরিজ

আবারও সেই ব্যাটিং ব্যর্থতা, আবারও সেই টি-টোয়েন্টিতে হার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৬ রানে হেরেছে স্বাগতিকরা। চট্টগ্রামে এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। 

সোমবার টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে শাই হোপ ও রভমেন পাওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে ১৬৫ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে ২৮ বলে সর্বোচ্চ অপরাজিত ৪৬ রান করেছেন শাই হোপ। এ২৮ বলে ৪৪ রান করেন পাওয়েল।

১৬৬ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৪৯ রান করে বাংলাদেশ। সাইফ হাসান (৮), লিটন দাস (৫), শামীম হোসেন (১) নুরুল হাসান (৫) আজ ব্যাট হাতে একেবারেই ব্যর্থ হয়েছেন। 

তানজিম হাসান সাকিব ২৭ বলে ৩৩ এবং তাওহীদ হৃদয় ২৫ বলে ২৮ রান করেন। এছাড়া নাসুম ১৩ বলে ২০, তানজিদ তামিম ৫ বলে ১৫, মুস্তাফিজ ৮ বলে ১১ এবং তাসকিনও ১০ রান করেন।

সফরকারীদের হয়ে বল হাতে জাইডেন সিলস ও জেসন হোল্ডার ৩টি করে উইকেট নেন। এছাড়া আকিল হোসেন ২টি, খ্যারি পেইরি ও রোমারিও শেফার্ড একটি করে উইকেট নেন।

এর আগে ৫৯ রানের ওপেনিং জুটি গড়েন অ্যালিক অ্যাথানেজ ও ব্রান্ডন কিং। অ্যাথানেজ ২৭ বলে ৩৪, কিং ৩৬ বলে ৩৩ রান করেন। রোমারিও শেফার্ড কোনো রান করার আগেই আউট হন। কিন্তু ৮৩ রানের জুটি গড়ে বড় সংগ্রহ এনে দেন শাই হোপ (৪৬) ও পাওয়েল (৪৪)। বাংলাদেশের হয়ে তাসকিন ২টি ও রিশাদ একটি উইকেট নেন।
 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2