• NEWS PORTAL

  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

ভারতের তারকা খেলোয়াড়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার, যা বলছে পুলিশ

প্রকাশিত: ১৯:৫৩, ২৭ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ভারতের তারকা খেলোয়াড়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার, যা বলছে পুলিশ

ভারতে নিজ বাড়িতে ঝুলছিল আন্তর্জাতিক জুজুৎসু খেলোয়াড় এবং মার্শাল আর্ট কোচ রোহিণী কালামের মরদেহ। প্রাথমিক তদন্তের পর স্থানীয় পুলিশ ধারণা করছেন, তিনি আত্মহত্যা করেছেন। ৩৫ বছরের এই অ্যাথলেট এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রোহিণীকে মধ্যপ্রদেশের রাধাগঞ্জের অর্জুন নগরের নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার বোন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার সময় রোহিণীর মা-বাবা কেউই বাড়িতে ছিলেন না।

তদন্তকারী কর্মকর্তাদের রোহিণীর বোন রোশনি জানান, মার্শাল আর্টের একটি বেসরকারি স্কুলে কোচিং করাতেন রোহিণী। চাকরি নিয়ে মানসিক চাপে ছিলেন তিনি। সহকর্মীরাও বিরক্ত করেছিল। স্কুলের প্রিন্সিপালও এতে যুক্ত। সকালেও ফোনে কোনো একজনের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেন। ফোনে ওর কথা বলার ধরন দেখে এটা বুঝতে পেরেছি। 

রোহিণীর বাবা পুলিশকে জানিয়েছেন, রোহিণী পাঁচ ভাইবোনের মধ্যে সবার বড়। একাধিকবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করতেন তিনি। তার স্বপ্ন ছিল আইপিএস অফিসার হওয়া। গত দু’বছর ধরে বিক্রম পুরস্কারের জন্য চেষ্টা করছিলেন। কিন্তু মনোনীত করা হয়নি তাকে। পাঁচ মাস আগে তার অস্ত্রোপচারও হয়েছিল।

রোহিণী তার ক্যারিয়ার শুরু করেন ২০০৭ সালে। ২০১৫ সালে পেশাদার জুজুৎসু খেলা শুরু করেন। হ্যাংজুতে অনুষ্ঠিত ১৯তম এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। বার্মিংহামের ওয়ার্ল্ড গেমসে একমাত্র ভারতীয় অ্যাথলেট হিসেবে অংশ নিয়েছিলেন। এশিয়ান জুজুৎসু চ্যাম্পিয়নশিপে একাধিক পদকও জিতেছেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2