• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ফাইনালের আগেই বিপদে পড়েছে দক্ষিণ আফ্রিকা 

প্রকাশিত: ১৯:০১, ২৮ জুন ২০২৪

ফন্ট সাইজ
ফাইনালের আগেই বিপদে পড়েছে দক্ষিণ আফ্রিকা 

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগেই বিপদে পড়েছে দক্ষিণ আফ্রিকা। ফ্লাইট জটিলতায় ক্রিনিদাদে আটকা পড়েছে দলটি। এমনকি তারা পৌঁছাতে পারেনি ফাইনালের ভেন্যু বার্বাডোজে। ত্রিনিদাদের পিকারো আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছে প্রোটিয়ারা।

মূলত ওয়েস্ট ইন্ডিজে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যাওয়া চ্যালেঞ্জিং ব্যাপার। যে কারণে চার্টার্ড ফ্লাইটেরও ব্যবস্থা করা হয়েছে। তবুও যেন যাতায়াত সমস্যার সমাধান হচ্ছে না। এমনকি এই জটিলতার জন্য ভুগতে হয়েছিল আফগানিস্তানকেও। এখন পর্যন্ত, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ কয়েকটি চার্টার্ড ফ্লাইটই নানা কারণে বিলম্বিত হয়েছে। 

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ১ম সেমিফাইনালে আফগানিস্তানকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথবার বিশ্বকাপের ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা। কিন্তু ম্যাচ শেষ হওয়ার ২৪ ঘণ্টা পরেও ফাইনালের ভেন্যুতে পৌঁছাতে পারেনি প্রোটিয়ারা। তাদের ফ্লাইট ছিল গতকাল অর্থাৎ ২৭ জুন সকালে ফ্লাইট ছিলো। তবে ফ্লাইট ছাড়ে বিকেলে।

এবার সবক’টি ম্যাচ অপরাজিত থেকেই ফাইনালে উঠেছে প্রোটিয়ারা। বিশ্বকাপ ফাইনাল জিতলে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার নতুন রেকর্ড করবে দক্ষিণ আফ্রিকা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2