• NEWS PORTAL

  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাংলাদেশ থেকে সরে গেল আরেক আন্তর্জাতিক টুর্নামেন্ট

প্রকাশিত: ১৬:২০, ৯ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
বাংলাদেশ থেকে সরে গেল আরেক আন্তর্জাতিক টুর্নামেন্ট

বাংলাদেশে প্রথমবারের মতো এ বছর কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ আয়োজনের কথা ছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের ফলে ভেন্যু পাল্টেছে। ঢাকার পরিবর্তে নতুন সূচি অনুযায়ী ২৭ নভেম্বর-২ ডিসেম্বর টুর্নামেন্টটি এখন দক্ষিণ আফ্রিকার ডারবানে হবে।

এর আগে নারীদের টি-২০ বিশ্বকাপের আসর বাংলাদেশে আয়োজনের কথা ছিল। কিন্তু, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন পরবর্তী পরিস্থিতিতে বিশ্বকাপের আসর সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেয়া হয়।

৪০ দেশের অংশগ্রহণে হতে যাওয়া কারাতে চ্যাম্পিয়নশিপ ২৫ সেপ্টেম্বর-২৯ সেপ্টেম্বর ঢাকায় হওয়ার কথা ছিল। ভেন্যু বদলে যাওয়ায় বাংলাদেশের অংশগ্রহণও এখন অনিশ্চিত। দক্ষিণ আফ্রিকায় গিয়ে অংশ নিতে অনেক অর্থের প্রয়োজন পড়বে। 

ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নয়না চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আসলে আমাদের দেশে অস্থিতিশীল পরিস্থিতির জন্য জুলাইয়ের শেষের দিকে ভেন্যু পরিবর্তন হয়ে দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরিত হয়। দক্ষিণ আফ্রিকায় গিয়ে অংশগ্রহণে অনেক অর্থের প্রয়োজন। আর্থিক বিষয়ে আগে সাধারণ সম্পাদক সহায়তা করতেন তিনিও এখন নেই। ফলে অংশগ্রহণ বেশ কঠিনই।’

২০১৯ কাঠমান্ডু এসএ গেমসে কারাতে তিনটি স্বর্ণ জিতেছিল। পাঁচ বছর পর ফেডারেশন নিজস্ব উদ্যোগেই একটি বড় আসরের স্বাগতিক হওয়ার উদ্যোগ গ্রহণ করেছিল। এই আসর হলে বাংলাদেশের কারাতেকারা পদক অর্জনের পাশাপাশি কারাতে ফেডারেশনেরও আর্থিকভাবে কিছুটা লাভবান হতে পারতো।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: