• NEWS PORTAL

  • শনিবার, ০৫ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এশিয়ান কাপ বাছাই ফুটবল

নিয়মরক্ষার ম্যাচে শনিবার নারীদের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান 

প্রকাশিত: ২৩:১১, ৪ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
নিয়মরক্ষার ম্যাচে শনিবার নারীদের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান 

ছবি: ফাইল ফটো

এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারে কাল গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাংলাদেশের। প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। ম্যাচটি জিতে সি গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য আগেই এশিয়ান কাপ নিশ্চিত করা লাল-সবুজের মেয়েদের। ইয়াঙ্গুনে থুউন্না স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে নিয়মরক্ষার ম্যাচটি।

বাছাই পর্বে স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে ম্যাচের আগেও আফিদাদের গন্ডি সীমাবদ্ধ ছিলো দক্ষিণ এশিয়ার মধ্যেই। দুবারের সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ। মিয়ানমারকে দাপটের সাথে হারানোয় বেঙ্গল টাইগ্রেসদের পরিচিতি তারা এখন এশিয়ার সর্বোচ্চ পর্যায়ের দল।  বাংলাদেশের নারী ফুটবলে ইতিহাস গড়েছে আফিদা, ঋতুপর্নারা। প্রথমবার খেলবে নারী এশিয়ান কাপ ফুটবলে। 

অর্জনটা অনেক বড়। আনন্দের উচ্ছলতা লাল সবুজের মেয়েদের মাঝে। সি গ্রুপে বাহরাইন ও মিয়ানমারকে হারিয়ে আত্মবিশ্বাসটাও দৃঢ় হয়েছে কোচ পিটার বাটলারের শিষ্যদের। নিশ্চিত হয়েছে গ্রুপ সেরার অবস্থান। তবে আনন্দের আতিশয্যে ভেসে যাওয়া নয় বরং পেশাদারিত্বের পরিণত বোধ আফিদা, তহুরাদের। অপেক্ষাকৃত দুর্বল তুর্কমেনিস্তানের বিপক্ষে বাছাই পর্বের শেষ ম্যাচটাও গুরুত্বপুর্ণ তাদের কাছে। 

আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় ১২ দলের এশিয়ান কাপের সেরা ছয়ে থাকতে পারলেই সরাসরি ২০২৭ ব্রাজিল বিশ্বকাপের টিকিট মিলবে বাংলাদেশের। কোয়ার্টার ফাইনালের আট দলের মধ্যে থাকলেও প্লে অফরের মাধ্যমে থাকবে নারী বিশ্বকাপে খেলার সুযোগ। অধিনায়ক আফিদা স্বপ্ন দেখছেন বিশ্বকাপেও নেতৃত্ব দেয়ার।

আগের দুই ম্যাচে বড় কোন ইনজুরি না হলেও ছোটখাটো চোট আছে কয়েকজন ফুটবলারের। তাদের রিকোভারির সাথে অনুশীলনে ঘাম ঝড়িয়েছেন বাকিরা। গ্রুপ' সিতে টানা দুই ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে স্বাগতিক মিয়ানমরা। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2