• NEWS PORTAL

  • রবিবার, ২৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় বার্সেলোনার পর ম্যানচেস্টার ইউনাইটেডের শোকবার্তা

প্রকাশিত: ১৬:১৩, ২৬ জুলাই ২০২৫

আপডেট: ১৬:১৪, ২৬ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় বার্সেলোনার পর ম্যানচেস্টার ইউনাইটেডের শোকবার্তা

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোকাহত সারা দেশ। মর্মান্তিক এ ঘটনায় শনিবার (২৬ জুলাই) সকাল পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫। দুর্ঘটনার পর গত ২৩ জুলাই এক চিঠিতে শোক প্রকাশ করেছিলো লা লিগার ক্লাব বার্সেলোনা। এবার এই ঘটনায় ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও শোক জানিয়েছে।

গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে শোক জানিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। বিবৃতিতে ইউনাইটেডের পক্ষ থেকে লেখা হয়, ‘ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় যারা আক্রান্ত, সবার প্রতি ভালোবাসা ও গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা যাদের হারিয়েছি, তাদের স্মৃতিতে আপনারা যেন শান্তিপূর্ণভাবে শোক পালন করতে পারেন, সেই প্রার্থনাই করি।’

এর আগে একই ঘটনায় বাংলাদেশে বার্সেলোনার অফিশিয়াল সমর্থকগোষ্ঠী ‘পেনিয়া ব্লুগ্রানা বাংলাবার্সা’কে পাঠানো চিঠিতে কাতালান ক্লাবটি শোক প্রকাশ করে। সেখানে পাঠানো বিবৃতিতে বার্সা জানায়, ‘সম্প্রতি ঢাকার একটি স্কুলে ঘটে যাওয়া এক মর্মান্তিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। বার্সেলোনার পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমরা যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।’

দেশের ক্রীড়াঙ্গনও শোক প্রকাশ করেছে মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায়। সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর নিহতদের উদ্দেশ্যে ট্রফি উৎসর্গ করেন বাংলাদেশের মেয়েরা। দলীয়ভাবে শোক জানানোর পাশাপাশি বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির টিকিট বিক্রির অর্থ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মানবিক সহায়তায় প্রদান করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2