ফাইনালের আগের দিন ১৬০ রানে জিতলো টাইগার যুবারা

ব্যাটার-বোলারদের দুর্দান্ত পারফরমেন্সে জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজে বড় জয় দিয়ে লিগ পর্ব শেষ করল বাংলাদেশ দল। আজ লিগ পর্বে নিজেদের ষষ্ঠ ও শেষ ম্যাচে বাংলাদেশ ১৬০ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক জিম্বাবুয়েকে।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার রিফাত বেগের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৪ রান করে বাংলাদেশ। সিরিজে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান।
১০টি চার ও ১টি ছক্কায় ৭৮ বলে সর্বোচ্চ ৭৭ রান করেন রিফাত। এছাড়া ফরিদ হাসান অপরাজিত ৩৮, এমডি আব্দুল্লাহ ৩৭, অধিনায়ক আজিজুল হাকিম ও দেবাশিষ দেবা ৩৪ রান করে করেন। জিম্বাবুয়ের শেল্টন মাজভিতোরেরা ৩ উইকেট নেন।
জবাবে ১৬ রানে ৩ উইকেট হারিয়ে ইনিংসের শুরুতেই চাপে পড়ে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত আর লড়াই করতে পারেনি তারা। ৩৫ ওভারে ১২৪ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন বেনি জুজে।
বল হাতে বাংলাদেশের আজিজুল ও রিজান হোসেন ৩টি করে উইকেট নেন। ২ উইকেট শিকার করেন শাহরিয়া আল আমিন।
লিগ পর্বে ৬ ম্যাচে ৫ জয় ও ১ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে আগেই ফাইনালে নাম লিখিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
আগামী ১০ আগস্ট ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। লিগ পর্বে ৬ ম্যাচের একটিও জিততে পারেনি জিম্বাবুয়ে।
বিভি/এজেড
মন্তব্য করুন: