প্রীতি ম্যাচে জিতলো চেলসি ও ইন্টার মিলান

ক্লাব বিশ্বকাপ জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি। নতুন মৌসুমে সাফল্যের প্রত্যাশায় প্রস্তুতি শুরু করেছে অলব্লুজরা। সেই ধারাবাহিকতায় চার সপ্তাহ পর মাঠে নেমে প্রীতি ম্যাচে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের বিপক্ষে জয় তুলে নেয় তারা।
স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের ১৮তম মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ১৮ বছর বয়সি ব্রাজিলের বিস্ময় বালক এস্তেভাও। কোল পালমারের নেয়া শট লেভারকুসেনের গোল বারে লেগে ফিরে আসে। সেই বলে বাঁ-পায়ের দারুণ শটে লক্ষ্যভেদ করেন তিনি। পিছিয়ে পরে ম্যাচে ফেরার চেষ্টায় ব্যর্থ হয় লেভেরকুসেন।
চেলসির আরেক ব্রাজিলিয়ান হোয়াও পেদ্রোর ক্লাব বিশ্বকাপে অভিষেক হয় অল ব্লুজদের জার্সিতে। ৯০তম মিনিটে দুর্দান্ত হিটে প্রতিপক্ষের জাল কাঁপান পেদ্রো। ২-০তে ম্যাচ জিতে নেয় চেলসি। মৌসুম শুরুর আগে আর মাত্র একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলার সুযোগ পাবে চেলসি। ম্যাচটি হবে এসি মিলানের বিপক্ষে।
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুম শুরু হবে অলব্লুজদের। এদিন মোনাকোকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিলান। লাওতারো মার্তিনেজ ও বনি একটি করে গোল করেন ইন্টারের হয়ে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: