বিকালে বিসিবির জরুরি সভা

ছবি: সংগৃহীত
বিপিএল ইভেন্ট ম্যানেজমেন্ট ও আরও কয়েকটি বিষয় নিয়ে বিকালে (৯ আগস্ট) জরুরি সভায় বসছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্যরা।
বিসিবির পরিচালনা পর্ষদে আছেন দশজন পরিচালক। মিরপুর স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে বোর্ড সভায় অস্ট্রেলিয়া থেকে অনলাইনে যুক্ত হবেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নির্ধারণ করা হবে সভায়।
বিপিএল আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে পাঁচটি প্রতিষ্ঠান। চার বিদেশি গ্রুপ অ্যাপেক্স স্পোর্টস কনসাল্টিং, আইএমজি, রিয়েল ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাবসলুট লিজেন্ডস স্পোর্টস, দ্য আইপিজি গ্রুপ ও মাইন্ড ট্রি লিমিটেড এর সাথে আছে একমাত্র দেশী প্রতিষ্ঠান ট্রান্সপোর্ট গ্রুপ।
সভায় গুরুত্ব পাবে এনসিএল, এশিয়া কাপ, নারী ক্রিকেটসহ জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটে আসন্ন মৌসুমের টুর্নামেন্টের বিভিন্ন বিষয়। সিদ্ধান্ত হতে পারে কিউরেটর বিষয়েও। এছাড়া ঘরোয়া ক্রিকেটের ক্লাব এবং অন্য কয়েকটি বিষয়ে দুদকের রিপোর্ট নিয়ে আলোচনা হবে সভায়।
বিভি/এআই
মন্তব্য করুন: