সাফের ফাইনালে আগামীকাল ভারতের মুখোমুখি বাংলাদেশ

শিরোপা নিয়ে দুই দলের অধিনায়কের ফটোসেশন। ছবি- বাফুফে
গ্রুপপর্বের দুই ম্যাচে আটটি এবং সেমিফাইনালে দুটি মোট ১০টি গোল দিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সাত দলের এই টুর্নামেন্টে আরিফ-রিফাতদের এবার লক্ষ্য শিরোপা। আর শিরোপা উঁচিয়ে ধরতে হলে হারাতে হবে ভারতকে।
আগামীকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। ম্যাচটি হবে শ্রীলংকায় কলম্বোর রেসকোর্স ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।
এর আগে গ্রুপপর্বে ‘এ’ গ্রুপ থেকে নেপালকে ৪-০ ও শ্রীলংকা ৪-০ গোলের ব্যবধানে পরাজিত করে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। অন্যদিকে চারটি দলের গ্রুপ ‘বি’ থেকে গ্রুপসেরা হয়ে সেমিতে উঠেছিল ভারত। গ্রুপপর্বে মালদ্বীপকে ৬-০, ভুটানকে ১-০ এবং পাকিস্তানকে ৩-২ গোলে হারায় ভারত।
পরে প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। আর দ্বিতীয় সেমিফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটে ভারত।
বিভি/এজেড
মন্তব্য করুন: