• NEWS PORTAL

  • শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

ক্রিকেটের আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন: তামিম ইকবাল 

প্রকাশিত: ১৫:০৬, ১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ক্রিকেটের আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন: তামিম ইকবাল 

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালক পর্ষদ নির্বাচনে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তামিম ইকবাল। তার সঙ্গে আরও ১৪ জন প্রভাবশালী প্রার্থী এই নির্বাচন থেকে সরে গেছেন। মনোনয়ন প্রত্যাহারের কারণ ব্যাখ্যা করে তামিম বলেন, মনোনয়ন প্রত্যাহার করেছি, কারণ নির্বাচনটি নোংরামি ও অগ্রহণযোগ্য। এটা নির্বাচন নয়, এটি বোর্ডের জন্য একটি কালো অধ্যায়। আমি নোংরামির সঙ্গে থাকতে পারব না।

তামিম ইকবাল বলেন, ক্রিকেট হেরে গেছে, ইলেকশনের ফিক্সিং বন্ধ করুন। এটা নির্বাচন নয়, বোর্ডের জন্য কালো অধ্যায়। নোংরামির সঙ্গে থাকতে পারবো না, তাই সরে দাঁড়ানো প্রতিবাদ।

তামিমের মতে নির্বাচনটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় হচ্ছে না। এই নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,আমি শুরু থেকেই বলে আসছি, নির্বাচনটা কীভাবে হচ্ছে বা কোনদিকে যাচ্ছে এটা সবাই এখন দেখছে। যখন যা মনে হচ্ছে, তখন তা করা হচ্ছে। এটা আসলে নির্বাচন না। ক্রিকেটের সাথে এই জিনিসটা কোনোদিক থেকেই মানায় না।

তামিম মনে করেন যারা মনোনয়ন প্রত্যাহার করেছেন, তাদের বেশিরভাগই নিজেদের অবস্থানে প্রভাবশালী ছিলেন এবং শক্তিশালী ভোট ব্যাংকের প্রত্যাশা করতেন। তাদের এই সরে আসা বর্তমান নির্বাচন পদ্ধতির বিরুদ্ধে এক সম্মিলিত প্রতিবাদ।

এই বিষয়ে তামিম বলেন, আজকে কারা কারা প্রত্যাহার করেছে তা আপনারা নামগুলো দেখলেই বুঝতে পারবেন যে তারা নিজেদের জায়গা থেকে হেভিওয়েট। তাদের ভোট ব্যাংকও অনেক শক্তিশালী। এটা আমাদের একটা প্রতিবাদ যে এই নোংরামির অংশে আমরা থাকতে পারব না।

তামিম জোর দিয়ে আরও বলেন,বিভিন্ন সময়ে অনেক ধরনের কথা বলা হয়েছে। তবে দিন শেষে আমার মনে হয়, আমরা কোনোভাবেই এই নোংরামির সাথে থাকতে পারব না। সবশেষে তিনি মন্তব্য করেন,বাংলাদেশ ক্রিকেট এটা ডিজার্ভ করে না। বাংলাদেশের ক্রিকেট ভক্তরাও এটা ডিজার্ভ করে না।


 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2