• NEWS PORTAL

  • শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

সিরিজ জয়ের আশায় টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

প্রকাশিত: ২০:২১, ৩ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
সিরিজ জয়ের আশায় টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

হতাশায় শেষ হওয়া এশিয়া কাপের দুঃখ ভোলার সিরিজে প্রথম ম্যাচ জিতে এগিয়ে আছে বাংলাদেশ। আজ আফগানিস্তানকে হারালে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে জাকের আলীর দল। এই ম্যাচের আগে টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন জাকের।

শারজা আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি। আজকের একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদকে বসিয়ে সাইফউদ্দিন ও শরিফুলকে রেখেছে ম্যানেজম্যান্ট।

অন্যদিকে আফগানিস্তান একাদশেও রয়েছে দুটি পরিবর্তন। স্পিনার মুজিব উর রহমানের পাশাপাশি পেসার আবদুল্লাহ আহমদজাই খেলছেন আজ। বাদ পড়েছেন শারাফউদ্দিন আশরাফ ও মোহাম্মদ ইসহাক।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সিদ্দিকুল্লাহ আতাল, দরবেশ রসুলি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান (অধিনায়ক),  মুজিব উর রহমান, নুর আহমদ, ফরিদ আহমেদ ও আবদুল্লাহ আহমদজাই।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান, জাকের আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2