• NEWS PORTAL

  • শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

১৪ বছর পর ভারতে আসছেন মেসি, জানালেন নিজেই

প্রকাশিত: ১৮:৩৬, ৩ অক্টোবর ২০২৫

আপডেট: ১৯:৩০, ৩ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
১৪ বছর পর ভারতে আসছেন মেসি, জানালেন নিজেই

সর্বশেষ ২০১১ সালে ভারতে এসেছিলেন ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। দীর্ঘ ১৪ বছর পর আবারও শচীন-কোহলিদের দেশে আসছেন বিশ্বকাপজয়ী এই তারকা। আগামী ডিসেম্বসে তিনি ভারতে ব্যক্তিগত সফরে আসছেন, সেটি নিজেই জানালেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় মেসি লিখেছেন, ‘আমি ভীষণ আনন্দিত যে এই ডিসেম্বর ভারতে যাচ্ছি। কনসার্ট, যুব ফুটবল ক্লিনিক, প্যাডল কাপ আর দাতব্যকর্মে অংশ নেওয়া দারুণ এক অভিজ্ঞতা হবে। ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে কলকাতা, মুম্বাই, নয়াদিল্লির নামকরা স্টেডিয়ামে। টিকিট পাওয়া যাবে শুধু ডিসট্রিক্ট অ্যাপে।’

ভারতীয় ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও লেখেন, ‘ভারতের গুরুত্বপূর্ণ মানুষ ও সেরা তারকাদের সঙ্গে দেখা করার সুযোগ পাওয়া আমার জন্য বিশেষ সম্মানের। ১৪ বছর পর আমাকে ভারতে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য দ্য শতদ্রু দত্ত ইনিশিয়েটিভকে ধন্যবাদ।’

‘গোট (গ্রেটেস্ট অব অল টাইম) ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’ নামের এই সফর শুরু হবে কলকাতা থেকে। মেসির ঘোষিত সূচি অনুযায়ী, ১৩ ডিসেম্বর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে, ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবং ১৫ ডিসেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তিনি নানা আয়োজনের অংশ নেবেন। ভারতের কয়েকটি সংবাদমাধ্যম অবশ্য জানিয়েছে, সফরে আহমেদাবাদকেও দেখা যেতে পারে মেসিকে। সেখানে তার একটি ভাস্কর্য উন্মোচনেরও পরিকল্পনা আছে।

সবচেয়ে বড় চমক থাকছে মুম্বাইয়ে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেসিকে এক প্রদর্শনী ক্রিকেট ম্যাচে খেলতে দেখা যেতে পারে শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও রোহিত শর্মার সঙ্গে।

এর আগে মেসি শেষবার ভারত গিয়েছিলেন ২০১১ সালে। আর্জেন্টিনা তখন কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলাকে হারিয়েছিল ১–০ গোলে। সেই ম্যাচেই জাতীয় দলের স্থায়ী অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল মেসির। তার কর্নার থেকে হেডে একমাত্র গোলটি করেছিলেন নিকোলাস ওতামেন্দি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2