• NEWS PORTAL

  • শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

রাতে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪১, ৩ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
রাতে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি। বৃহস্পতিবার (২ অক্টোবর) প্রথম টি-টোয়েন্টি ৪ উইকেটে জিতে নেওয়া টাইগারদের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা থাকছেই। 

এশিয়া কাপে ইনজুরির কারণে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি লিটন দাস। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় টি-টোয়েন্টির এই অধিনায়ককে ছাড়াই শারজায় পা রাখে বাংলাদেশ দল।

বৃহস্পতিবার রাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামে জাকের আলির নেতৃত্বাধীন দল। এশিয়া কাপে আফগানদের হারানোর ধারাবাহিকতায় টাইগারদের জয় এবার ৪ উইকেটে। তবে এ ম্যাচেও বাংলাদেশকে ভুগিয়েছে ব্যাটিং। কিছুতেই যেনো কাটছে না ভুলের পুনরাবৃত্তি।

ভাগ্য ভালো, আফগানদের ৯ উইকটে করা ১৫১ রানের জবাবে ৭০ বলে ১০৯ রানের জুটি গড়েছিলেন দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন। ইমন ৩৭ বলে ৫৪ করে ফেরার পর স্কোরবোর্ডে ৯ রান যোগ হতেই আরও পাঁচ উইকেট হারায় বাংলাদেশ। তানজিদ ৩৭ বলে ৫১, জাকের ৭ বলে ৬ আর সাইফ হাসান, শামিম হোসেন ও তানজিম হাসান শূন্য রানে আউট হন। এদের মধ্যে চার জনই আফগান ন্পিনার ও অধিনায়ক রশিদ খানের শিকার হন। সপ্তম উইকেটে সোহান ও রিশাদ অবিচ্ছিন্ন থেকে আট বল আগে দলের জয় নিশ্চিত করেন। সোহান ১৩ বলে ২৩, রিশাদ ৯ বলে ১৪ রান করেন।

এর আগে বল হাতে তানজিম ও রিশাদ হোসেন দুটি করে উইকেট নেন।  

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2