• NEWS PORTAL

  • শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

সহজ ম্যাচ কঠিন করে জিতলো বাংলাদেশ

প্রকাশিত: ০৯:২২, ৩ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
সহজ ম্যাচ কঠিন করে জিতলো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

সহজ ম্যাচ কঠিন করে জিতলো বাংলাদেশ। শারজায় সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে টাইগাররা। আফগানদের দেওয়া ১৫২ রানের টার্গেট বাংলাদেশ আট বল আগে ৬ উইকেট হারিয়ে টপকে যায়।  

বৃহস্পতিবার (২ অক্টোবর) টস জিতে ব্যাটিং নেয় আফগানিস্তান। তাসকিনের প্রথম ওভারেই তিন বাওয়ান্ডারিতে ১২ রান। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি টাইগাররা। প্রথম ব্রেক থ্রু নাসুমের ঘুর্ণিতে। দ্বিতীয় শিকার তানজিম সাকিবের। পাওয়ার প্লের ৬ ওভারে আফগানদের সংগ্রহ ৩ উইকেটে ৩৩। আফগান ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল। ১০ ওভারে স্কোর ৪ উইকেটে ৬৫। এরপর লাগাম হাত ছাড়া হওয়ার যোগার টাইগার বোলারদের। রহমানউল্লাহর লড়াকু ৪০। তাসকিন নিজের শেষ ওভারে দিলেন ২২। চারটি ছক্কায় মোহাম্মদ নবীর রান ৩৮। বাংলাদেশের সামনে ১৫২ রানের চ্যালেঞ্জ।

অনেকদিন পর জ্বলে উঠলো বাংলাদেশের উদ্বোধনী জুটি। চার-ছক্কার ঝড়ে মাত্র ৬৬ বলে এলো বাংলাদেশের শতক। দুই ওপেনারই পেলেন হাফসেঞ্চুরি। পারভেজ ইমনের ৩৭ বলে ৫৪। তানজিদ তামিমের রান ৩৭ বলে ৫১। সহজ জয়ের পথে থাকা বাংলাদেশের এরপরই ছন্দপতন। রশিদ খানের ঘুর্ণির ভয়ে এলোমেলো টপ অর্ডার। কাবুলিওয়ালার লেগ স্পিনে ঘায়েল সাঁজঘরে চার ব্যাটসম্যান। ১০৯ থেকে ১১৮ রানে যেতে পড়লো ৬ উইকেট। হাতের মুঠোয় থাকা জয় তখন দূরের পথ। সেখান থেকে টিম টাইগারদের উদ্ধার করলেন নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন। সপ্তম উইকেটে তাদের অবিচ্ছিন্ন ৩৩ রানের জুটি। আট বল আর চার উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নিলো বাংলাদেশ। 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2