নতুন রেকর্ড গড়ে দ্বিতীয় ম্যাচেই সিরিজ হারলো টাইগাররা

এর আগে কোন ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে এর চেয়ে কম রান করেনি বাংলাদেশ ক্রিকেট দল। এই দিক দিয়ে এটা একটা রেকর্ড। আর, এই রেকর্ড গড়েই ৮১ রানে ম্যাচ হেরেছে টাইগাররা। শুধু ম্যাচ নয়, আফগানিস্তানের বিপক্ষে ০-২’ স্কোর নিয়ে হেরেছে তিনম্যাচের সিরিজ। এছাড়াও, এই দিয়ে ওয়ানডেতে আফগানদের কাছে টানা তৃতীয় সিরিজ হারলো বাংলাদেশ।
আবু ধাবিতে হওয়া খেলায় আফগানিস্তানের দেওয়া ১৯১ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৮ ওভার ৩ বলে মাত্র ১০৯ রানেই অলআউট হয় মিরাজের নেতৃত্বাধীন দল। এই রান আফগানিস্তানের সঙ্গে করা সর্বনিম্ন সংগ্রহ টাইগারদের। এতে, আফগানিস্তান ৮১ রানে জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করে।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৪৪ ওভার ৫ বলে ১৯০ রান সংগ্রহ করে। আফগান ওপেনার ইব্রাহিম জাদরানের ৯৫ রানে আফগানিস্তান শেষ পর্যন্ত ১৯০’এ অলআউট হয়।
বাংলাদেশের হয়ে মিরাজ ৪৭, সাইফ ২২, তাওহীদ ২৪ রান করেছে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: