• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের টিকেটের সর্বনিম্ন মূল্য ৩০০, সর্বোচ্চ ৩৫০০

প্রকাশিত: ১৫:৫৬, ১৫ অক্টোবর ২০২৫

আপডেট: ১৫:৫৭, ১৫ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের টিকেটের সর্বনিম্ন মূল্য ৩০০, সর্বোচ্চ ৩৫০০

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার (১৫ অক্টোবর) ঢাকা পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সিরিজের সূচনা হবে ওয়ানডে দিয়ে, যা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, প্রথম ওয়ানডের টিকিট বুধবার সকাল ১০টা থেকে বিক্রি শুরু হবে। ক্রিকেটভক্তরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।

টিকিট কিনতে ভিজিট করতে হবে বিসিবির নির্ধারিত ওয়েবসাইটে: www.gobcbticket.com.bd। এছাড়াও ‘GoBCBTicket’ নামের অ্যাপ ব্যবহার করে মোবাইল থেকেই টিকিট কেনা যাবে।

এরপর আজ (১৫ অক্টোবর) সকালে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করে বিসিবি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিনটি ওয়ানডে ম্যাচের জন্য দর্শকদের জন্য বিভিন্ন স্ট্যান্ডে ভিন্ন ভিন্ন মূল্যে টিকিট নির্ধারণ করা হয়েছে।

সবচেয়ে কম দামে টিকিট মিলবে ইস্টার্ন গ্যালারিতে, যার মূল্য ৩০০ টাকা। শহিদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারির টিকিটের দাম ৪০০ টাকা করে। অন্যদিকে, সর্বোচ্চ মূল্যের টিকিট ইন্টারন্যাশনাল লাউঞ্জের, যার দাম নির্ধারণ করা হয়েছে ৩,৫০০ টাকা।

এ ছাড়া গ্র্যান্ড স্ট্যান্ড আপার এবং লোয়ারের টিকিটের দাম ২,৫০০ টাকা। ক্লাব হাউজ এবং ইন্টারন্যাশনাল গ্যালারির কিছু স্ট্যান্ডের টিকিট মিলবে ৮০০ থেকে ১,৫০০ টাকায়। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২১ ও ২৩ অক্টোবর। সবগুলো ম্যাচই হবে মিরপুরে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2