• NEWS PORTAL

  • শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

নভেম্বরে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, প্রকাশ হলো সূচি

প্রকাশিত: ১৮:৫৯, ১৭ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
নভেম্বরে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, প্রকাশ হলো সূচি

আগামী মাসে ইউরোপে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আফ্রিকার দুই দেশ সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামবে কার্লো আনচেলত্তির দল।

আগামী ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে এবং ১৯ নভেম্বরে ফ্রান্সের পিয়েরে-মাউরি স্টেডিয়ামে তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দুটি খেলবে ব্রাজিল।

নিজেদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

সিবিএফ আরও জানায়, আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আফ্রিকান দলের বিপক্ষে খেলোয়াড়দের মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে এই দুটি ম্যাচ খেলবে জাতীয় দল। 

দুই বছর আগে লিসবনে সেনেগালের বিপক্ষে সর্বশেষ প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল। ঐ ম্যাচ ৪-২ গোলে হেরেছিল তারা। 

বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের খেলা শেষে ইতোমধ্যে দুটি ম্যাচ খেলেছে ব্রাজিল। গত ১০ অক্টোবর সিউলে প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে জয় পায় তারা। 

এরপর ১৪ অক্টোবর জাপানের মাঠে চ্যালেঞ্জ কাপে ৩-২ গোলে হেরে যায় ব্রাজিল।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2