পারলো না জাপান, ২০২৬ বিশ্বকাপ চূড়ান্ত হলো আরব আমিরাতের

শেষ দল হিসেবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলংকার মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে সংযুক্ত আরব আমিরাত। গতকাল এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাই পর্বে জাপানকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে আরব আমিরাত। এর মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপ দশম আসরের ২০ দলই চূড়ান্ত হয়ে গেল।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাই পর্বে নিজেদের পঞ্চম ম্যাচে জিতলেই বিশ্বকাপ নিশ্চিত- এমন সমীকরণ নিয়ে আল আমেরাতে জাপানের মুখোমুখি হয় আরব আমিরাত। টস হেরে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১১৬ রান করে জাপান। জবাবে ৪৭ বল হাতে রেখে জয়ের বন্দরে পা রাখে আরব আমিরাত।
এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে আরব আমিরাতের আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে নেপাল ও ওমান। নেপাল ৪ ম্যাচে ও ওমান ৫ ম্যাচে সমান ৮ পয়েন্ট করে এবং ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আরব আমিরাত টেবিলের শীর্ষ তিনটি স্থানে থেকে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।
স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপ খেলবে ভারত ও শ্রীলংকা। এছাড়া গত বিশ্বকাপের সুপার এইট পর্ব খেলে আগামী আসরে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র।
টি-টোয়েন্টি র্যাংকিং বিবেচনায় বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড ও পাকিস্তান।
বাছাই পর্ব থেকে বিশ্বকাপের টিকিট পেয়েছে কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
বিভি/এজেড
মন্তব্য করুন: