• NEWS PORTAL

  • শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

হংকং থেকে পয়েন্ট নিয়ে ফেরায় ফিফা র‌্যাঙ্কিংয়ে উপরে উঠলো বাংলাদেশ

প্রকাশিত: ১৯:৪৬, ১৭ অক্টোবর ২০২৫

আপডেট: ২০:০৪, ১৭ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
হংকং থেকে পয়েন্ট নিয়ে ফেরায় ফিফা র‌্যাঙ্কিংয়ে উপরে উঠলো বাংলাদেশ

দীর্ঘদিন ধরে একই অবস্থানে থাকা ফিফা র‍্যাঙ্কিংয়ে অবশেষে উন্নতির মুখ দেখলো বাংলাদেশ দল। সদ্য সমাপ্ত এশিয়ান কাপের বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে ও বিদেশের মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করে র‍্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছে লাল-সবুজের দল।

শুক্রবার (১৭ অক্টোবর) হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যেখানে একধাপ এগিয়ে ১৮৩ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। ফিফা র‍্যাঙ্কিংয়ে উন্নতি হলেও রেটিং পয়েন্ট কমেছে বাংলাদেশের। 

গত সেপ্টেম্বরে প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৮৪। আর পয়েন্ট ছিল ৮৯৯। তবে এবার র‍্যাঙ্কিংয়ে উন্নতি হলেও ৫ পয়েন্ট কমেছে লাল-সবুজদের। বর্তমানে হামজা-জামালদের রেটিং পয়েন্ট ৮৯৪।

অক্টোবর উইন্ডোতে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করেও হেরে যান হামজা-জামালরা। ৭ গোলের ম্যাচে দুর্দান্ত কামব্যাকের পর শেষ কয়েক সেকেন্ডে গোল হজম করে ৪-৩ ব্যবধানে হেরে পয়েন্ট হাতছাড়া করে লাল-সবুজের প্রতিনিধিরা।

তবে ফিরতি ম্যাচে হংকংয়ের মাঠে গিয়ে এক পয়েন্ট ছিনিয়ে এনেছে বাংলাদেশ। প্রথমার্ধে এক গোল হজমের পর দ্বিতীয়ার্ধের শেষদিকে গোল করে সমতায় ফেরে সফরকারীরা। শেষ পর্যন্ত ১-১ সমতায় এক পয়েন্ট নিয়ে দেশে ফেরেন জামালরা। তারই সুবাদে এবার ফিফা র‍্যাঙ্কিংয়েও উন্নতির মুখ দেখল লাল-সবুজের দল।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৮৪ নম্বর অবস্থানে থেকে ২০২৪ পার করেছিল বাংলাদেশ। চলতি বছরের এপ্রিলে একধাপ এগিয়ে ১৮৩ নম্বরে উঠে আসে লাল-সবুজরা। তবে জুলাইয়ে ফের একধাপ পিছিয়ে ১৮৪ নম্বরে নেমে যায় বাংলাদেশ। গত সেপ্টেম্বরে প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। অবশেষে অক্টোবর উইন্ডো শেষে র‍্যাঙ্কিংয়ে ফের ১৮৩ নম্বরে উঠে এসেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

ফিফার নভেম্বর উইন্ডো শেষে নতুন হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করা হবে। নভেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচে জয় পেলে র‍্যাঙ্কিংয়ে আরও উন্নতির সুযোগ থাকবে লাল-সবুজদের।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2