• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

ইংলিশ প্রিমিয়ার ফুটবল

লিভারপুলের মাঠে এক দশকে প্রথম জয় ম্যানচেস্টার ইউনাইটেডের

প্রকাশিত: ০৮:৪৯, ২১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
লিভারপুলের মাঠে এক দশকে প্রথম জয় ম্যানচেস্টার ইউনাইটেডের

লিভারপুলের মাঠে প্রায় এক দশকে প্রথম জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে রুবেন আমোরিমের দলের জয় ২-১ গোলে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চতুর্থ ম্যাচ হারলো প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 

অ্যানফিল্ডে ম্যাচ মাঠে গড়ানোর ৬৩ সেকেন্ডের মধ্যে শিরোপাধারীদের জালে বল পাঠায় ইউনাইটেডের ব্রায়ান এমবুমো। ভাগ্য সহায় না হওয়ায় ২১ মিনিটে সমতায় ফিরতে পারেনি আর্নে স্লটের দল। ডি-বক্সের মুখ থেকে কোডি হাকপোর শট দূরের পোস্টে প্রতিহত হয়।

তিন মিনিট পর একই হতাশা ভর করে ইউনাইটেড শিবিরে। ব্রুনো ফের্নান্দেসের শট কাছের পোস্টে লাগে। ৩৩ মিনিটে হাকপোর আরেকটি প্রচেষ্টা প্রতিপক্ষের একজনের মাথা ছুঁয়ে পোস্টে বাধা পেলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় লিভারপুল।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ম্যাচে তৃতীয়বারের মতো হাকপোর শট পোস্টে বাধা পায়। অবশেষে ৭৮ মিনিটে এই ডাচ ফরোয়ার্ডের গোলেই সমতায় ফেরে স্বাগতিকরা। তবে, ছয় মিনিটের মধ্যে ইউনাইটেডের হ্যারি ম্যাগুয়ার জয়সূচক গোল করে লিভারপুলকে চলতি লিগে টানা তৃতীয় হারের তেতো স্বাদ দেন।

আট ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠলো ইউনাইটেড। সমান ১৫ পয়েন্ট নিয়ে চারে লিভারপুল, তিনে বোর্নমাউথ। ১৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্সেনাল। ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2