• NEWS PORTAL

  • বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

বিপিএল ড্রাফটে আবারও নাটকীয়তা, নতুন দল নোয়াখালী এক্সপ্রেস

প্রকাশিত: ১১:৩১, ২৫ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বিপিএল ড্রাফটে আবারও নাটকীয়তা, নতুন দল নোয়াখালী এক্সপ্রেস

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল নিয়ে যেন নাটক শেষই হচ্ছে না। তিন দফা পিছিয়ে আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের নিলাম। ১২তম আসরে প্লেয়ার্স-ড্রাফটের বদলে হবে অকশন। শুরুতে ৫ দল নিয়ে বিপিএল শুরুর কথা থাকলেও নতুন করে যুক্ত হলো আরেকটি দল।

সোমবাার (২৩ নভেম্বর) রাতে দেশ ট্রাভেলসের মালিকানায় নোয়াখালী এক্সপ্রেস নামে নতুন দল যুক্ত হয়েছে বিপিএলে। দলটির একজন কর্মকর্তা জানিয়েছেন, রাতেই মেইলের মাধ্যমে বিসিবি দল নিশ্চিতের খবর জানিয়েছে। আজ বাকি সবকিছু চূড়ান্ত হবে।

সুতরাং আসন্ন আসরে ৬টি দল নিয়ে ২৬ ডিসেম্বর (সম্ভাব্য) মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। ফাইনাল হতে পারে ২৪ জানুয়ারি। 

বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস মালিকানা পেয়েছে রংপুর রাইডার্সের। চট্টগ্রাম রয়্যালসের মালিকানায় রয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিস। এ ছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা।

বিপিএলের চূড়ান্ত ছয় দল-
রংপুর রাইডার্স
ঢাকা ক্যাপিটালস
সিলেট টাইটান্স
রাজশাহী ওয়ারিয়র্স
চিটাগং রয়েলস
নোয়াখালী এক্সপ্রেস

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2