টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ; কবে কোন দলের সঙ্গে খেলবে
২০২৬ সালে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া এই বিশ্বকাপের প্রথমবার ২০ দল অংশ নিতে চলেছে।
বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে রয়েছে। ৫ দলের ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, ইতালি। বাংলাদেশের চার ম্যাচের সবকটিই আয়োজিত হবে ভারতে। যার মধ্যে তিনটি ম্যাচই হবে কলকাতার ইডেন গার্ডেনসে।

উদ্বোধনী দিনে কলকাতায় বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এছাড়াও প্রথম দিনে আরও দুইটি ম্যাচ মাঠে গড়াবে। শ্রীলঙ্কার কলম্বোতে এ গ্রুপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তান বনাম নেদারল্যান্ডসের। দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের, তৃতীয় ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।
ওয়েস্ট ইন্ডিজের পর বাংলাদেশের পরের দুই ম্যাচের প্রতিপক্ষ ইতালি ও ইংল্যান্ড। কলকাতায় ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ও ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন লিটন দাসরা। নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে।
এক নজরে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি: (বাংলাদেশ সময় অনুযায়ী):
বাংলাদেশ - ওয়েস্ট ইন্ডিজ: ৭ ফেব্রুয়ারি, কলকাতা, বিকেল ৩টা ৩০ মিনিট
বাংলাদেশ – ইতালি: ৯ ফেব্রুয়ারি, কলকাতা, সকাল ১১টা ৩০ মিনিট
বাংলাদেশ – ইংল্যান্ড: ১৪ ফেব্রুয়ারি, কলকাতা, বিকেল ৩টা ৩০ মিনিট
বাংলাদেশ – নেপাল: ১৭ ফেব্রুয়ারি, মুম্বাই, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
বিভি/পিএইচ




মন্তব্য করুন: