টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই গ্রুপে ভারত-পাকিস্তান, লড়াই ১৫ ফেব্রুয়ারি
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দী ভারত ও পাকিস্তান। আর ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বলছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে আগামী ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। ভেন্যু কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম।
এশিয়া কাপের ফাইনালের বিতর্কিত ঘটনার পর এবারই প্রথম একে অপরের বিপক্ষে খেলবে ভারত-পাকিস্তান। এবারের সীমিত সংস্করণের বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা।
ক্রিকইনফোর প্রতিবেদনে জানা যায়, ভারত ও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে আছে যুক্তরাষ্ট্র, নেদারেল্যান্ডস ও নামিবিয়া। ৭ই ফেব্রুয়ারি মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম ম্যাচে নামবে ভারতীয়রা। পরদিন ১২ই ফেব্রুয়ারি দিল্লিতে নামিবিয়া, ১৫ই ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তান ও ১৮ই ফেব্রুয়ারি আহমেদাবাদে ডাচদের সঙ্গে খেলবে তারা। প্রতিদিন গ্রুপ পর্বের তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
৭ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এবারের আসর চলবে ৮ই মার্চ পর্যন্ত। নিজেদের সব ম্যাচগুলো কলম্বো অথবা ক্যান্ডিতে খেলবে পাকিস্তান। ২০২৪ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ব্যবহৃত কাঠামোর মতোই হবে এবারের ফরম্যাটও।
২০ দল ভাগ হবে চার গ্রুপে, যেখান থেকে প্রতিটি গ্রুপের শীর্ষ দু’টি দল পর্বে উত্তীর্ণ হবে সুপার এইটে। সেই আটটি দলকে আবার চারটি করে ভাগ করা হবে দু’টি গ্রুপে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দু’দল দল টিকিট পাবে সেমিফাইনালের। এরপর ফাইনাল।
ভারত যদি সুপার এইট নিশ্চিত করতে পারে, তবে তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আহমেদাবাদ, চেন্নাই এবং কলকাতায়। তারা সেমিফাইনালে উঠলে ভেন্যু রাখা হয়েছে মুম্বাইয়ে। দ্বিতীয় সেমিফাইনালের জন্য ভেন্যু হিসেবে কলম্বো বা কলকাতাকে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করেছে আইসিসি।
এটি নির্ভর করছে শ্রীলঙ্কা বা পাকিস্তান পরবর্তী রাউন্ডে উঠছে কি না, তার ওপর। ফাইনাল ম্যাচটি নির্ধারিত হয়েছে আহমেদাবাদে। তবে পাকিস্তান যদি ফাইনালে ওঠে, সেক্ষেত্রে কলম্বোতে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল: ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
বিভি/এজেড




মন্তব্য করুন: