চ্যাম্পিয়ন্স লিগে বিগ ম্যাচ আজ, মুখোমুখি চেলসি-বার্সা
আন্তর্জাতিক বিরতির পর আবার মাঠে গড়াতে যাওয়া উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ চেলসি-বার্সেলোনা বিগ ম্যাচ। চেলসির মাঠে অতিথি হবে বার্সেলোনা। কোনো সন্দেহ ছাড়াই এই টুর্নামেন্টে এ সপ্তাহের সবচেয়ে বড় লড়াই এটি। বাংলাদেশ সময় রাত দুইটায় মাঠে গড়াবে ম্যাচটি।
সুপার কম্পিউটার বলছে, জয়ের সম্ভাবনায় এগিয়ে চেলসি। সম্ভাবনা তাদের ৪১ দশমিক ৭ শতাংশ, বার্সার ৩৪ দশমিক ৫ শতাংশ। এমন ভবিষ্যদ্বাণীর কারণও আছে। চেলসির বিপক্ষে সর্বশেষ ৯ ম্যাচে মাত্র একবার জিতেছে বার্সা।
এবারের আসরে নিজেদের সবশেষ ম্যাচেও ঘরের মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজির কাছে ২-১ গোলে হেরেছে তারা। চার খেলায় ৭ পয়েন্ট নিয়ে অবস্থান তাদেরে ১১ নম্বরে।
তবে ইংল্যান্ডে সাম্প্রতিক রেকর্ড তাদের ভরসা জোগাতে পারে। সর্বশেষ ৯ ম্যাচে তারা হেরেছে মাত্র দুবার, জিতেছে ছয়বার। স্প্যানিশ লা লিগায় সবশেষ অ্যাতলেটিক বিলবাওয়ের বিপক্ষে ৪-০ গোলের জয় নি:সন্দেহে অনুপ্রাণিত করবে হ্যান্সি ফ্লিকের দলকে।
ম্যাচটি বার্সার নতুন ফুটবল সেনসেশন তরুণ লামিনে ইয়ামালের জন্য বড় এক পরীক্ষা। পরিসংখ্যান আশা দেখাচ্ছে চেলসিকেও। চ্যাম্পিয়ন্স লিগে লা লিগার দলগুলোর বিপক্ষে ইংলিশ দলগুলো তাদের সর্বশেষ ১০ ম্যাচের ৯টিতেই জিতেছে।
চলতি আসরে সবশেষ বায়ার্ন মিউনিখের কাছে ৩-১ গোলে হেরে টেবিলের দ্বাদশ স্থানে নেমে যাওয়া আর্নে স্লটের দল অবশ্য প্রিমিয়ার লিগে বার্নলিকে ২-০ গোলে হারিয়ে জয়ছন্দে আছে।
বিভি/এজেড




মন্তব্য করুন: