• NEWS PORTAL

  • শনিবার, ০৫ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কাতার বিশ্বকাপের একটি স্টেডিয়াম বাংলাদেশে আনতে চায় বাফুফে

প্রকাশিত: ২৩:১০, ১২ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
কাতার বিশ্বকাপের একটি স্টেডিয়াম বাংলাদেশে আনতে চায় বাফুফে

পূর্ব ঘোষণা অনুযায়ী কাতার বিশ্বকাপ শেষে হলেই ভেঙে ফেলা হবে একটি স্টেডিয়াম। আটটি স্টেডিয়াম নির্মাণ করেছিল কাতার সরকার। তার মধ্যে স্টেডিয়াম ৯৭৪ ভেঙে ফেলা হবে। এই স্টেডিয়ামের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি বহনযোগ্য।

ভেঙে ফেলা এই স্টেডিয়ামটি বাংলাদেশে আনতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। স্টেডিয়ামটি বাংলাদেশে আনার ব্যাপারে এরই মধ্যে কাতার ফুটবল ফেডারেশনের সঙ্গে বাফুফে যোগাযোগও শুরু করেছে। 

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম গণমাধ্যমকে জানিয়েছেন, যেহেতু কাতারের সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক রয়েছে, তাই আমরা এটি পাওয়ার জন্য আবেদন করেছি। আমাদের এই স্টেডিয়াম পাওয়ার একটা ভালো সুযোগ রয়েছে।

কিন্তু চাইলেই যে এই স্টেডিয়াম বাংলাদেশ পাবে, এ ব্যাপারে নিশ্চিত নন আবু নাইম। তা ছাড়া কাস্টমস কর্তৃপক্ষ ও বন্দরের খরচের ব্যাপার রয়েছে। এ জন্য আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে কাতারে। সবকিছু ঠিকঠাক থাকলে তবেই হয়তো মিলতে পারে সাড়া।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2