রোনালদো মতো সৌদি যাচ্ছেন মেসিও, বেতন কত জানেন?

না শেষ পর্যন্ত পুরনো ক্লাব বার্সেলোনায় যাচ্ছেন না লিওনেল মেসি। পিএসজি অধ্যায় শেষ করে লিও চললেন সৌদি আরবের দিকে। এমনটাই দাবি করেছে স্প্যানিশ মিডিয়া। সব ঠিকঠাক থাকলে নাকি মঙ্গলবার আল হিলাল ক্লাব কর্তৃপক্ষ ঘোষণা করে দেবেন মেসির সঙ্গে তাদের চুক্তির কথা।
মোটামুটি আরবের সংবাদ মাধ্যমও তেমনই ইঙ্গিত দিয়েছে। সেই সঙ্গে মেসির বেতন কত, তা নিয়েও চলছে জল্পনা-কল্পনা। মেসিকে বার্ষিক ৩হাজার ২০০ কোটি টাকা বেতনের প্রস্তাব দেওয়া হয়েছে আল হিলাল থেকে।
আসলে মেসি বার্সেলোনায় ফিরে এলে তাকে অনেক কম টাকায় খেলতে হত। কারণ আর্থিকভাবে পিছিয়ে পড়া স্পেনের ক্লাবটি এই মুহূর্তে মেসির পাহাড় প্রমাণ মাইনে দেওয়ার মতো জায়গায় নেই। সেখানে তিনগুণ বেশি টাকা দিচ্ছে আল হিলাল।
সৌদি আরবের এই ক্লাবের কর্মকর্তারা নাকি এখন প্যারিসে আছেন। লিওনেল মেসির বাবা যিনি তার এজেন্ট তার সঙ্গে চূড়ান্ত কথাবার্তা বলছেন তারা।
মাসখানেক আগে বার্তা সংস্থা এএফপিই খবর দিয়েছিল, আগামী মৌসুমে সৌদি আরবের ফুটবলে খেলার জন্য চুক্তি সেরে ফেলেছেন মেসি। এবার তাদের অনুমান, এ সপ্তাহের মধ্যেই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকার ভবিষ্যৎ নিয়ে আলোচনার যবনিকাপাত হবে।
৩৫ বছর বয়সী মেসি বার্সেলোনা থেকে মুক্ত খেলোয়াড় হিসেবে প্যারিসের ক্লাব পিএসজিতে নাম লিখিয়েছিলেন ২০২১ সালে। দুই বছরে দুটি লিগ শিরোপা জিতলেও পিএসজির সবচেয়ে কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারেননি মেসি।
এ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে কাতারের ধনকুবেরের মালিকানাধীন ক্লাবটি। সূত্র: নিউজ এইটিন
বিভি/এজেড
মন্তব্য করুন: