আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি

ফাইল ছবি
দুই ম্যাচ পর আর্জেন্টিনা দলে ফিরলেন লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের জন্য অধিনায়ককে নিয়ে ২৮ জনের প্রাথমিক দল দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে গত মার্চের উইন্ডোতে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি মেসি। তাকে ছাড়া উরুগুয়ের মাঠে ১-০ গোলে জয়ের পর ঘরের মাঠে ব্রাজিলকে ৪-১ ব্যবধানে গুঁড়িয়ে দেয় বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই আর্জেন্টিনার বিশ্বকাপের টিকেট নিশ্চিত হয়ে যায় উরুগুয়ের বিপক্ষে বলিভিয়া ড্র করায়। ওই দুই ম্যাচের প্রাথমিক দলে থাকা আর্জেন্টাইন ফুটবল মহাতারকার সঙ্গে এবার আরও ফিরেছেন ফরোয়ার্ড আলেহান্দ্রো গার্নাচো ও মিডফিল্ডার জিওভানি লো সেলসো।
তবে বৃহস্পতিবার ঘোষিত ২৮ সদস্যের দলে জায়গা হয়নি পাওলো দিবালার। চোটের কারণে মার্চের দলেও ছিলেন না ৩১ বছরের রোমা ফরোয়ার্ড। ৫ জুন চিলির মাঠে খেলার পর ১০ জুন নিজেদের মাঠে কলম্বিয়ার মোকাবিলা করবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৪ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষেই আর্জেন্টিনা। ২০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে কলম্বিয়া, ১০ পয়েন্ট নিয়ে ১০ দলের টেবিলে তলানিতে চিলি। এই অঞ্চল থেকে শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপের টিকেট পাবে।
বিভি/এসজি
মন্তব্য করুন: