ঢাকায় বিলাসবহুল ৩৪ গাড়ি উদ্ধার, বিপাকে শুল্ক অধিদপ্তর
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পৃথক সময়ে ৩৪টি বিলাসবহুল গাড়ি জব্দ ও উদ্ধার করে শুল্ক, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ৩৪টি বিলাসবহুল গাড়ির মধ্যে রয়েছে মিতসুবিশি, মার্সিডিজ বেঞ্চ, বিএমডব্লিউ, ল্যান্ডরোভার, ল্যান্ডক্রুজার, সিআরভি, লেক্সস, ফোর্ড, জাগুয়ার, অডি, রোলস রয়েল ও দাইয়ু। এসব গাড়ির বাজারমূল্য ১ কোটি থেকে সাড়ে ৪ কোটি টাকা। গাড়িগুলো উদ্ধার করে এখন মারাত্মক বিপাকে পড়েছে শুল্ক অধিদপ্তর।
০৭:২৩ এএম, ১৬ মে ২০২২ সোমবার