• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ঈদে আসছে ত্রিভূজ প্রেমের নাটক “ব্রেকআপ-ইন”

ঈদে আসছে ত্রিভূজ প্রেমের নাটক “ব্রেকআপ-ইন”

জারা ও ঋদ্ধ’র প্রায় তিনবছরের প্রেমের সমাপ্তি ঘটতে যাচ্ছে আজ। এ কারণে তারা ঋদ্ধ’র বাসার ছাদে পার্টির আয়োজন করেছে। বেশ কয়েকজন বন্ধু-বান্ধবীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের মধ্যে জারার সবচেয়ে কাছের বান্ধবী সারাও আছে। কোনো লুকাছাপা না করে সবাইকে জানিয়েই তারা সম্পর্কটার সমাপ্তি টানতে চায়। ভবিষ্যতে কখনও কোথাও কারো সামনে দেখা হলে যেন কেউ বিব্রত বোধ না করে কিংবা তাদের মাঝে কথা বলা বন্ধ না হয়। প্রেম নেই তো কি হয়েছে? তাই বলে দেখা হলে কথা হবে না, তা কেন? অর্থাৎ সুন্দর একটা সমাপ্তি টানতেই তারা এই পার্টির আয়োজন করেছে। 

০৪:৪০ পিএম, ২১ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement