• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২১ মে ২০২৪

নোয়াখালীতে বিএনপির বিক্ষোভে সংঘর্ষ: ১৬ মামলায় আসামি ৪ হাজার

নোয়াখালীতে বিএনপির বিক্ষোভে সংঘর্ষ: ১৬ মামলায় আসামি ৪ হাজার

তেল, গ্যাস, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে দেশব্যাপি কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে বিএনপি। নোয়াখালীর বিভিন্ন উপজেলায়ও গত কয়েকেদিন ধরে কর্মসূচি পালন করছে দলটি। গত ২২ আগস্ট জেলার সুবর্ণচর উপজেলায় বিশাল সমাবেশ করে বিএনপি। কিন্তু পর দিন জেলা সদরে বিএনপির একটি মিছিলে পুলিশি বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। যা পরবর্তীতে অন্যান্য উপজেলাতেও প্রভাব ফেলে। এর পর জেলার কোম্পানিগঞ্জ ছাড়া আর কোনো উপজেলায়ই নির্বিঘ্নে কর্মসূচি পালন করতে পারেনি দলটি। সংঘর্ষ হয়েছে চাটখিল, সোনামুড়ি, সেনবাগ উজেলায়। ১৪৪ ধারা জারি করা হয়েছে বেগমগজ্ঞ উজেলায়।

০১:০৭ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২২ শনিবার

১৮ বছরপর হুমায়ুন আজাদ হত্যা মামলার রায় বুধবার

১৮ বছরপর হুমায়ুন আজাদ হত্যা মামলার রায় বুধবার

লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হুমায়ুন আজাদ। ২০০৪ সালে অমর একুশে বই মেলা থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় আহত হন তিনি। দীর্ঘদিন দেশে ও দেশের বাইরে চিকিৎসাধীন থাকার পর একই বছরের ১২ আগস্ট (জার্মান সময়) জার্মানির মিউনিখে মারা যান তিনি। ১৮ বছরপর আগামীকাল বুধবার (১৩ এপ্রিল) সেই হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর ভাইয়ের দায়ের করা মামলার রায় ঘোষণা করবেন আদালত। সব আইনি প্রক্রিয়া শেষে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আল-মামুন এ রায় ঘোষণা করবেন। এই মামলার পাঁচ আসামির মধ্যে কারাগারে আছেন দু’জন, পলাতক দুইজন আরেকজন ক্রসফায়ারে নিহত হয়েছে।

১০:২১ পিএম, ১২ এপ্রিল ২০২২ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement