• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মেলায় শিক্ষামূলক বই প্রকাশের তাগিদ 

শুভ মাহফুজ

প্রকাশিত: ১০:০১, ২২ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১০:১৪, ২২ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
মেলায় শিক্ষামূলক বই প্রকাশের তাগিদ 

পাঠক, লেখক- প্রকাশকদের সরব উপস্থিতি বইমেলা প্রাঙ্গণকে প্রাণবন্ত করে তুলছে। নেহাত কম নয় ক্ষুদে পাঠকের সংখ্যাও। শিশুতোষ বইয়ের বিক্রিও তাই ভালো। তবে, মেলায় ছোটদের উপযোগী বইগুলোর মান নিয়ে আপত্তি তুলেছেন অবিভাবকদের অনেকেই।

ছোটদের বই যেন শিক্ষামূলক হয় সেদিকে নজর দেয়ার কথা বলছেন তারা। অমর একুশে বইমেলায় ক্ষুদে পাঠকদের বই নিয়ে শুভ মাহফুজ-এর প্রতিবেদন। 

দ্বিতীয় শ্রেণিতে পড়া জায়মা জারনাদ সৃজা এই নিয়ে তিন দিন এলো বই মেলায়। নিজেই খুঁজে নিচ্ছে পছন্দের বই। 

আরও পড়ুন: দিনভর বইমেলার আবেদন বাড়িয়েছে একুশে ফেব্রুয়ারি

সৃজার মা, স্কুল শিক্ষক আফিয়া সুলতানা রাখির আক্ষেপ, যেমন বই চাচ্ছেন ঠিক তেমন বই পেতে বেগ পেতে হচ্ছে তাদের। 

সৃজার মতো আরো অনেক শিশুই বাবা মায়ের সাথে এসেছে বইমেলায়। সবারই পছন্দ কার্টুনের বই, ভূতের গল্প বা রূপকথার বই। 

চকচকে মলাটের এসব বইয়ের বেশিরভাগই মানসম্পন্ন নয়- বলে জানালেন অভিভাবকরা। এইসব বইয়ে শিক্ষামূলক কিছু নেই বলে আক্ষেপ অনেকের। 

আরও পড়ুন: ফাল্গুন আর ভালোবাসায় বইমেলায় অনন্য রূপ

তবে বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে বইমেলার ভূমিকা অপরিসীম। তাই শত ব্যস্ততার মাঝেও সন্তানকে নিয়ে মেলায় আসা। 

ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে নৈতিক মূল্যবোধ বাড়াতে বই পড়ার অভ্যাস গড়ে তোলার পরামর্শ বিশেষজ্ঞদের। তাগিদ দিলেন শিক্ষামূলক বই প্রকাশে আরো গুরুত্ব দেয়ার।

বিভি/রিসি

মন্তব্য করুন: