সাবেক এমপি মমতাজ বেগমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

মানিকগঞ্জের সিংগাইরে সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সংসদে কটূক্তি এবং ২০১৩ ও ২০২৪ সালের হত্যা মামলায় অভিযুক্ত হওয়ার প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়। তার গ্রেফতারে এলাকায় মিষ্টি বিতরণ করা হয়।
বুধবার (১৪ মে) বিকেলে সিংগাইর উপজেলা সদরের কেরামত আলী হাসপাতালের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তৃতা করেন স্বেচ্ছাসেবক দল নেতা সাইদুর রহমান সাগর, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মিন্টু এবং পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান সাকিল।
বক্তারা অভিযোগ করেন, মমতাজ বেগম সংসদ সদস্য থাকাকালে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হন। তারা বলেন, ‘২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি হরতালের মিছিলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের গুলিতে চারজন নিহত হন। নিহতদের পরিবার এখনও ন্যায়বিচারের অপেক্ষায়। ২০২৪ সালের ২৫ অক্টোবর নিহত নাজিম উদ্দিন মোল্লার বাবা মজনু মোল্লা বাদী হয়ে মমতাজ বেগমকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এতে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ১০৯ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ৫০০–৬০০ জনকে আসামি করা হয়।’
বক্তারা আরো বলেন, ‘মমতাজের গ্রেফতারের খবরে মানিকগঞ্জবাসীর মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি, এমনকি ফাঁসির দাবিও জানাই।’
উল্লেখ্য, ২০১৩ সালের ঘটনায় নিহতদের মধ্যে ছিলেন নাজিম উদ্দিন মোল্লা, মাওলানা নাসির উদ্দিন, আলমগীর হোসেন ও শাহ আলম। তারা সবাই ইসলামী সমমনা দলের ডাকা হরতালের মিছিলে অংশগ্রহণ করেছিলেন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: