• NEWS PORTAL

  • শনিবার, ১৭ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘ভারত পানিকে বাংলাদেশের বিরুদ্ধে মারণাস্ত্র হিসেবে ব্যবহার করছে’

রাজেক জাহাঙ্গীর, যশোর

প্রকাশিত: ২৩:০৬, ১৬ মে ২০২৫

ফন্ট সাইজ
‘ভারত পানিকে বাংলাদেশের বিরুদ্ধে মারণাস্ত্র হিসেবে ব্যবহার করছে’

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ‘ভারত পানিকে বাংলাদেশের বিরুদ্ধে মরণাস্ত্র হিসেবে বিরুদ্ধে ব্যবহার করছে। যা পৃথিবীর অন্য কোন দেশ তার প্রতিবেশী দেশের সাথে এমনটি করে না। পানি নিয়ে বিশ্বের অনেক দেশের সাথে প্রতিবেশী দেশের সমস্যা হলেও তার সমাধান হয়ে যায়। কিন্তু, বাংলাদেশের সাথে ভারতের পানি নিয়ে বিবাদমান সমস্যার কোন সমাধান হয় না। তাই দেশের এই জাতীয় স্বার্থে সকল নাগরিক এবং স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে ভারতে কাছ থেকে পানির ন্যায্যা হিস্যা আদায় করে নিতে হবে। পানির ন্যায্যা হিস্যা আদায়ে প্রয়োজনে আর্ন্তজাতিক আদালতে যেতে হবে।’

শুক্রবার (১৬ মে) বিকেলে ফারাক্কা দিবস উপলক্ষে জিয়া পরিষদ যশোর আয়োজিত 'ঐতিহাসিক ফারাক্কা দিবস ও আজকের ভাবনা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত আলোচনা সভায় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, ভারত জলপথের পাশাপাশি স্থলপথেও আমাদের ওপর আগ্রাসন চালাচ্ছে। ভারত পানির ন্যায্যা হিস্যা থেকে বঞ্চিত করে দেশকে মরুভূমিতে পরিণত করছে। আমাদের প্রাণ প্রকৃতি জীববৈচিত্র্য হুমকির মধ্যে পড়ছে। এমন অবস্থায় পরিবেশ আন্দোলন আরও জোরদার করতে হবে। পরিবেশবাদী সংগঠনগুলোকে জোরালো ভূমিকা রাখতে হবে। ফারাক্কা নিয়ে ভারত আমাদের সাথে যেটি করছে, তা বিশ্ববাসীকে জানিয়ে দিতে হবে। 

তিনি বলেন, আজকে ভারত আমাদের ওপর যে আগ্রাসন চালাচ্ছে এর থেকে পরিত্রাণ পেতে দরকার একটি জনগণের সমর্থনে গঠিত সরকার। যে সরকার জাতীয় স্বার্থে ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারবে।  ভারতের কাছ থেকে দেশের সকল দেনা পাওনা আদায় করে নিতে পারবে।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যড. মোহাম্মদ ইসহক। 

জিয়া পরিষদ যশোর জেলা শাখার সভাপতি অধ্যাপক ফিরোজা খাতুন আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক মফিজুর রহমান রুন্নু, অধ্যক্ষ পাভেল চৌধুরী, জিয়া পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. আজিজুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন জিয়া পরিষদ যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2