• NEWS PORTAL

  • শনিবার, ১৭ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘পার্বত্যাঞ্চলে কৃষি বিপ্লব সৃষ্টি করতে বিজ্ঞানকে কাজে লাগাতে হবে’

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৫, ১৬ মে ২০২৫

আপডেট: ২১:১৫, ১৬ মে ২০২৫

ফন্ট সাইজ
‘পার্বত্যাঞ্চলে কৃষি বিপ্লব সৃষ্টি করতে বিজ্ঞানকে কাজে লাগাতে হবে’

পার্বত্য অঞ্চলের কৃষি বিপ্লব সৃষ্টি করতে বিজ্ঞানকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্ঠা সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের বিশাল ভূমি রয়েছে। এই ভূমিগুলোকে কয়েক ফসলি জমিতে রূপান্তর করতে কাজ করতে হবে। এই কাজটি বিজ্ঞান সম্মতভাবে কিভাবে আরো বেশি ফলন এই পার্বত্য অঞ্চলে করা যায়, তার জন্য রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে উদ্ভাবনী চিন্তাশক্তিকে কাজে লাগানোরও আহ্বান জানান। 

রাঙ্গামাটিতে দেশের প্রথম আন্তর্জাতিক বায়োসায়েন্স সম্মেলন ও কার্নিভাল সম্মেলনের উদ্বোধন করলে পার্বত্য উপদেষ্ঠা এ কথা বলেন। 
রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্স এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী এই আয়োজনে অংশ নিয়েছেন দেশের খ্যাতিমান বিজ্ঞানী, গবেষক এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

শুক্রবার (১৬ মে) বিকালে সম্মেলনের প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সম্মেলনের সভাপতি অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান। এরপর ধারাবাহিকভাবে তিনটি মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়।

মূল প্রবন্ধে বায়োসায়েন্স ও স্বাস্থ্যসেবার উন্নয়নে উদ্ভাবন, প্রাকৃতিক পণ্যে ওষুধ আবিষ্কারের সম্ভাবনা এবং পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন দেশের প্রখ্যাত বিজ্ঞানীরা।

সন্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অন্তর্রর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
এই আয়োজন চলবে ১৮ মে পর্যন্ত যেখানে থাকছে কর্মশালা, পোস্টার প্রদর্শনী এবং বৈজ্ঞানিক আলোচনা। এ আয়োজন নতুন প্রজন্মের গবেষকদের জন্য একটি দিকনির্দেশনা হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2