• NEWS PORTAL

  • শনিবার, ১৭ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সাতক্ষীরা প্রেসক্লাবের নতুন সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২১:১০, ১৬ মে ২০২৫

আপডেট: ২২:৩৬, ১৬ মে ২০২৫

ফন্ট সাইজ
সাতক্ষীরা প্রেসক্লাবের নতুন সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান

সাতক্ষীরা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলাদেশ বেতার, ইন্ডিপেন্ডেন্ট টিভি ও আজকের পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাসেম সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থা ও বাংলাভিশন টিভি চ্যানেলের সাতক্ষীরা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৬ মে) বিকালে অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে গঠিত এই কমিটি ঘোষণা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সর্বশেষ নির্বাচিত কমিটির সভাপতি ও সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী।

১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি আবুল কালাম (সম্পাদক, সাপ্তাহিক মুক্ত স্বাধীন), যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন (ডিবিসি নিউজ), সাংগঠনিক সম্পাদক এম শাহিন গোলদার (এসএ টিভি, রাইজিংবিডি ও আলোকিত বাংলাদেশ), অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না (আমাদের অর্থনীতি), সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম (যমুনা টিভি), দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমন এবং নির্বাহী সদস্য যথাক্রমে অ্যাড. খায়রুল বদিউজ্জামান (দৈনিক নিরপেক্ষ), আবু তালেব (নির্বাহী সম্পাদক, দৈনিক দৃষ্টিপাত), কাজী জামাল উদ্দীন মামুন (দৈনিক প্রবর্তন), আব্দুস সামাদ (বাংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজ) এবং আসাদুজ্জামান সরদার (ঢাকা ট্রিবিউন ও বাংলাট্রিবিউন)।  

এর আগে কমিটি গঠনের বিষয়ে গত কয়েকদিন ধারাবাহিক সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের অচলাবস্থা নিরসনে পূর্বের কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করে বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ই-এলাহী, সিনিয়র সাংবাদিক প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আইয়ের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির মমতাজ আহমেদ বাপী, সাপ্তাহিক সূর্য আলো সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর রহমান, বৈশাখী টিভির শামীম পারভেজ, দৈনিক কল্যাণের কাজী ময়না, দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব, কালেরকণ্ঠের মোশারফ হোসেন, এফএনএস ও কান্ট্রি টুডের শহীদুল ইসলাম, কালের চিত্রের আশরাফুল ইসলাম খোকন, এখন টিভির আহসান রাজীব, ভোরের পাতার ডা. মহিদার রহমান, বাংলানিউজের তানজির কচি প্রমুখ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2