জিয়াউর রহমানের ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পন ও শ্রদ্ধা নিবেদন

খাগড়াছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে জেলা ছাত্রদলের নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ ও সদ্য সাবেক নেতৃবৃন্দরা। শুক্রবার (১৬ মে) বিকালে শহরের ভাঙ্গাব্রীজ এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক হয়ে শাপলা চত্বর ঘুরে বাজার ব্রীজ সংলগ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাস্কর্যে গিয়ে শেষ। পরে ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ছাত্রদল জেলা শাখা'র সদ্য সাবেক ও নব-গঠিত নেতৃবৃন্দরা।
ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে নতুন কমিটির সকল সদস্যদের অভিনন্দন ও শুভ কামনা বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদলের জেলার সাবেক সভাপতি শাহেদুল হোসেন সুমন,সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ।
এছাড়াও আগামীতে জেলা ছাত্রদলের কার্যক্রম সুস্থ্য ও সুন্দরভাবে পরিচালিত করার জন্য এবং দলের নৈতিক আদর্শের প্রতি সম্মান রেখে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন নবগঠিত কমিটি সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান ও সাংগঠনিক সম্পাতক বাপ্পি দাশ।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: