‘সবার আগে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলা দরকার’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সবার আগে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলা। শুক্রবার (১৬ মে) খুলনায় শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সালাউদ্দিন আহমেদ আরও বলেন, আওয়ামী লীগ ট্যাক্স সেক্টরে যে দুর্নীতি করেছে তার অর্ধেক ঠেকানো গেলেও শিক্ষা বাজেট দ্বিগুণ ও স্বাস্থ্য বাজেট তিনগুণ করা যেত। আওয়ামী লীগ ২০১৪, ১৮ ও ২৪ এ প্রবঞ্চনামূলক সরকার প্রতিষ্ঠা করেছিল যার মধ্যে দিয়ে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল। এর মুক্তির জন্য অনেক মানুষকে জীবন দিতে হয়েছে।
খুলনা প্রেসক্লাবের ব্যাঙ্কুয়েট হলে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এ সেমিনার আয়োজন করা হয়।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: