গোপালগঞ্জে ঘটনার ৫ দিন পর কবর থেকে মরদেহ তুলে ময়নাতদন্ত

বাংলাদেশের গোপালগঞ্জে জেলা প্রশাসন কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহারের পর শহর এলাকায় জনসমাগম বৃদ্ধির পাশাপাশি দোকানপাট খোলার সংখ্যাও বেড়েছে। অন্যদিকে, আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে অবশেষে সংঘর্ষে হতাহতের ঘটনার পাঁচদিন পর তিনজনের মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হচ্ছে বলে জানা গেছে।
তবে প্রায় আট হাজার ব্যক্তিকে আসামি করে আটটি মামলার প্রেক্ষাপটে গ্রেফতার আতঙ্কে অনেকে এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান নিয়েছেন বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন।
এদিকে গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতায় গুলিতে নিহত তিনজনের লাশ আদালতের নির্দেশে আজ ময়নাতদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
এক প্রশ্নের জবাবে তিনি জেলার পরিস্থিতিকে এখন 'স্বাভাবিক' বলে দাবি করেছেন।
ওদিকে জেলার কোটালিপাড়া উপজেলা বিএনপি রবিবার সেখানে গণগ্রেফতারের অভিযোগ করলেও আজ জেলা বিএনপি সংবাদ সম্মেলন করে বলেছে, যাদের আটক করা হয়েছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আটক করেছে পুলিশ।
বিভি/টিটি
মন্তব্য করুন: