• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নরসিংদীর চরাঞ্চলে সংঘর্ষ, নিহত ১ 

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৮, ২১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
নরসিংদীর চরাঞ্চলে সংঘর্ষ, নিহত ১ 

নরসিংদীর রায়পুরার চরাঞ্চল সায়দাবাদে আধিপত্য বিস্তারকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষে মোমেনা খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) সকালে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদে এই ঘটনা ঘটে। এছাড়া আহত হন আরও পাঁচ জনের বেশি। নিহতের পরিবারের দাবি, গুলির আঘাতে মারা গেছেন ওই নারী।   

স্থানীয়রা জানায়, গত কয়েক বছর ধরে আধিপত্য বিস্তারকে ঘিরে রায়পুরার চরাঞ্চল সায়দাবাদ এবং বালুরচর এলাকার মধ্যে কোন্দল চলছিলো। তার জেরেই আজ ভোরে বালুর চরের লোকজন সায়দাবাদ গ্রামে এসে অতর্কিত হামলা চালায় । এসময় সায়দাবাদ গ্রামের মোমেনা খাতুন নামে ওই নারী নিহত হয়। এরপর থেকে, রায়পুরার চরাঞ্চলে দুই গ্রুপের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে। 

এ বিষয়ে পুলিশের সঙ্গে একাধিকবার চেষ্টা করা হলেও যোগাযোগ করা যায়নি ।  

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2