• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মাইক্রোবাসের চাকা ফেটে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪০, ২৩ জুলাই ২০২৫

আপডেট: ১৩:৫১, ২৩ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
মাইক্রোবাসের চাকা ফেটে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। এঘটনায় আর তিনজন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাইক্রোবাসের চাকা ফেটে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বড়াইগ্রামের শ্রীরামপুরের তরমুজ প্যাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান নাটোরের পুলিশ সুপার মোহম্মদ আমজাদ হোসাইন। তবে, নিহতদের পরিচয় জানা যায়নি। আহতরা বড়াইগ্রামের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে বলেও জানান তিনি। 

পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাসের সামনের চাকা ফেটে গেলে রাজশাহীগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলে আরও একজনের মৃত্যু হয়। স্থানীয় বিভিন্ন হাসপাতালে আরও তিনজন চিকিৎসাধীন রয়েছেন। 

বড়াইগ্রামের তরমুজ প্যাম্প এলাকার বাসিন্দা মিলন হোসেন বলেন, তরমুজ পাম্প এলাকায় মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে। তিন সপ্তাহ আগেও ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষ হয় বলেও জানান তিনি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2