• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কুষ্টিয়ায় এক বছরে ১৩২ কোটি টাকার চোরাচালানি পণ্য উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৭, ২৩ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
কুষ্টিয়ায় এক বছরে ১৩২ কোটি টাকার চোরাচালানি পণ্য উদ্ধার

গত এক বছরে প্রায় ১৩২ কোটি টাকা মূল্যের অস্ত্র, স্বর্ণ ও বিভিন্ন ধরণের মাদক এবং আমদানি নিষিদ্ধ চোরাচালানী পণ্য উদ্ধার করেছে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন কুষ্টিয়া।

বুধবার (২৩ জুলাই) বেলা ১১টায় বিভিন্ন সময় উদ্ধার ও জব্দকৃত মালামালের পরিসংখ্যান তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন বিজিবি ৪৭ ব্যাটালিয়ন। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন ৪৭ বিজিবি ব্যাটলিয়নের কমান্ডার লে: কর্নেল মাহবুব মুর্শেদ। তিনি বলেন, গত ১ বছরে এই ব্যাটালিয়নের অভিযানে ৫.৩২১ কেজি স্বর্ণসহ ৫ জন পাচারকারী, ৬টি বিদেশি পিস্তলসহ ৭ জন, ৩টি সিঙ্গেল সুটার পিস্তল, ২টি সিংগেল শটগান, ২টি দেশি পিস্তল, ১টি দেশিয় পাইপগান, ৯টি ম্যাগাজিন এবং ৩২ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

এছাড়াও, ৯৩ জন চোরাকারবারীসহ ৯ হাজার ৩৭০ বোতল বিদেশি মদ, ৬৪ লিটার দেশিয় মদ, ১৫ হাজার ৪৩৩ বোতল ফেন্সিডিল, ৪৯৪.৮০৫ কেজি গাঁজা, ৪৭ হাজার ৭৬৪ পিস ইয়াবা ট্যাবলেট, ২৬.৪৩ কেজি হেরোইন, ১ লাখ ৫০ হাজার ৮৩৬ পিস যৌন উত্তেজক ট্যাবলেট, ৯৮ বোতল এলএসডি, ২১.৩২ কেজি কোকেন এবং ৪ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ/আটক করা হয়েছে। উক্ত আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানী মালামাল আটকের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে প্রায় ১২০ কোটি ৯৬ লক্ষ টাকা।

অন্যদিকে, যৌথ টাস্ক ফোর্স অভিযানে ৩০০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭ হাজার ৪৮০ পাকেট অবৈধ বিড়ি-সিগারেট, ১৫৪৪ পিস বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী, ২ হাজার ৮৮০ কেজি ভারতীয় বেহন্দী ও দোয়ারী জাল, ৩৮ হাজার ১৪৪ কেজি চায়না জাল, ৩০ হাজার ৯৭০ কেজি কারেন্ট জাল, ২টি অবৈধ জাল তৈরির মেশিন এবং বিপুল পরিমান সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এসবের বাজার মূল্য প্রায় ১০ কোটি ৯৭ লাখ টাকা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2