সাগরে চারদিন ভাসমান মাছ ধরার ট্রলার থেকে ১৮ জেলে উদ্ধার

কক্সবাজারের মহেশখালীর অদূরে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে চারদিন ভেসে থাকা ‘হাবিবা’ নামক একটি মাছ ধরার ট্রলার থেকে ১৮ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘শহীদ ফরিদ’ নিয়মিত টহলে থাকা অবস্থায় মহেশখালী থেকে ২৫ মাইল পশ্চিমে একটি মাছ ধরার ট্রলার ভাসমান অবস্থায় দেখতে পায়।
এ সময় ট্রলারে অবস্থানরত জেলেরা নৌবাহিনীর জাহাজটিকে দেখতে পেয়ে বিপদ সংকেত প্রদর্শন করলে নৌবাহিনীর ট্রলারটির কাছে গিয়ে সেখান থেকে চারদিন ধরে মাঝ সাগরে ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার করে।
ট্রলারটিতে থাকা মাঝি মাল্লারা নৌবাহিনী সদস্যদের জানান, দুর্ঘটনাকবলিত ট্রলারটি ভোলা জেলার মনপুরা এলাকা থেকে মাছ শিকারের উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। কিন্তু, ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় গত চারদিন যাবৎ তারা গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় ছিলো। তাদের কাছে থাকা খাবার ও বিশুদ্ধ পানি শেষ হয়ে যাওয়ায় করুণষ অবস্থায় পড়ে এসব জেলেরা। পরে নৌবাহিনীর সদস্যরা জেলেসহ ট্রলারটিকে উদ্ধার করে নিরাপদে কুতুবদিয়া এলাকায় পৌঁছে দেয়। এ সময় তাদের প্রয়োজনীয় পানি ও খাবার ছাড়াও জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: